যার রূপে সবাই মুগ্ধ সে যদি হঠাৎ করেই আর সকলের মতো জড়িয়ে পড়ে নতুন কোনও প্রেমের মায়াজালে? তাহলে কেমন হবে তার সেই প্রেম নিবেদন? কতোটা হটকে হতে পারে ‘হাবিবি’-র প্রেম নিবেদন, তা জানাতেই হাজির বাংলাদেশের সুন্দরী নুসরত ফারিয়া!
নুসরতের অনবদ্য নাচ আর এক্সপ্রেশনের যুগলবন্দিতে মুক্তি পেল ‘হাবিবি’। নাচে কামাল করলেন নুসরত, ড্যান্সফ্লোরে যেন ম্যাজিক করলেন সুন্দরী। বরাবরেই মতোই ওপাড় বাংলার সুন্দরীতে মুগ্ধ হলেন ভক্তরাও। ড্যান্স কোরিওগ্রাফ করেছেন বাবা যাদব।
রইল নুসরতের ‘হাবিবি’-