এবার পেত্নি হচ্ছেন বলিউডের লাস্যময়ী নায়িকা নুসরত ভারুচা।একসময় ‘সোনু কে টিটু কি সুইটি’-র মতো ছবিতে কাজ করে দারুণ জনপ্রিয় হয়েছিলেন নায়িকা।তবে তারপর থেকে আর সেইভাবে নজর কাড়তে পারেননি নুসরত ভারুচা।শেষবার তাঁকে দেখা গিয়েছে হনসল মেহতার ‘ছালাং’ ছবিতে।ছবির মতো নায়িকা নুসরতের পারফর্মেন্সও কিন্তু ডাঁহা ফেল।সাফল্যের খোঁজে তাই সেক্সি নায়িকার তকমা ছেড়ে এবার অন্যরকম রোল ট্রাই করছেন অভিনেত্রী।ওয়েব সিরিজ ‘ক্রিমিনাল জাস্টিস’ খ্যাত পরিচালক বিশাল ফুরিয়ার পরের ছবি ‘ছোড়ি’-তে ভয়ঙ্কর ভূতনির ভূমিকায় দেখা যাবে নুসরত ভারুচাকে।‘ছোড়ি’-র মুখ্য ভূমিকায় যে তিনিই অভিনয় করছেন, সেই খবর আগেই জানা গিয়েছিল।অবশেষে নভেম্বরে মু্ক্তি পাচ্ছে ছবি।
আরও পড়ুন – অসুস্থ নুসরত ভারুচা
তবে বড়পর্দায় নয় একটি ওটিটি প্ল্যাটফর্মেই শুরু হবে ‘ছোড়ি’-র স্ট্রিমিং।মঙ্গলবারই প্রকাশ্যে এল ছবির মোশন পোস্টার।অন্য কলাকুশলীদের পাশাপাশি ‘ছোড়ি’-র মোশন পোস্টার নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করতে ভোলেননি নায়িকা।বলিউডের নবীন পরিচালকদের মধ্যে বিশাল ফুরিয়া এই মূহুর্তে একটি বড় নাম।তাঁর পরিচালনায় এই হরর ফিল্মে নুসরতের সঙ্গে দেখা যাবে মিতা বশিষ্ঠ,সৌরভ গোয়েল,ইয়ানিয়া ভরদ্বাজ ছাড়াও আরও অনেককে।
আরও পড়ুন – দশেরায় ‘অন্তিম-দ্য ফাইনাল ট্রুথ’
ভিডিও সৌজন্যে – নুসরত ভারুচার ইনস্টাগ্রাম
লিঙ্ক – https://www.instagram.com/p/CTyedQJDSh6/