শুরু হল ‘জনহিত মে জারি’-র শ্যুটিং। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে নুসরত ভারুচাকে। ‘জনহিত মে জারি’-র পরিচালক নবাগত জয় ভানু সিং। গল্প লিখেছেন রাজ শাণ্ডিল্য । এর আগে ‘ড্রিম গার্ল’ পরিচালনা করেছিলেন রাজ ।
আরও পড়ুন : কল্পনার পাশে ছিলেন সোনি- আলিয়া
ছবিতে একেবারে অন্য রকম চরিত্রে দেখা যাবে নুসরতকে। তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন পরিতোষ ত্রিপাঠি, অন্নু কাপুর। মধ্যপ্রদেশের চান্দরিতে শ্যুটিং শুরুর দিনই ‘জনহিত মে জারি’-র মোশন পোস্টার শেয়ার করেছেন নুসরত ভারুচা। মোশন পোস্টারেই অবশ্য নজর কেড়েছে ‘জনহিত মে জারি’। মোশন পোস্টার শেয়ার করে নুসরত লিখেছেন ‘এক উওম্যানিয়া সব সে ভারি’। বোঝাই যাচ্ছে ক্যাপশনে নিজের অভিনীত চরিত্রটির দিকেই ইঙ্গিত করেছেন নুসরত।
আরও পড়ুন : আসছে ‘ভূত পুলিশ ২’
ছবির কাহিনি একেবারে অন্যরকম। পোস্টারের সাউন্ড ট্র্যাক রীতিমতো নজর কেড়েছে। শ্যুটিং-এর বিশদ খবর কিছু দিনের মধ্যেই জানা যাবে বলেই মনে করা হচ্ছে।
Ek womaniya sab pe bhaari, yeh suchna hai #JanhitMeinJaari.@Nushrratt @Anudsinghdhaka @annukapoor_ @Pparitosh1 @writerraj @BasantuJai @vinodbhanu #KamleshBhanushali @vishalgurnani5 @vklahoti @SonaliSinghSSS @krishanurathore @chirucam #ShradhaChandavarkar #BuntyRaghav pic.twitter.com/M93RTalaMV
— Nushrratt Bharuccha (@Nushrratt) September 23, 2021