ওয়েব ডেস্ক: নতুন রহস্য হতে চলেছে উন্মোচন! কী রহস্য বলুন তো… ‘ সোনার কেল্লায় যকের ধন ‘ (Sonar Kellai Joker Dhan)। মুক্তি পেল মোশান পোস্টার। আর এই রহস্য উন্মোচন করতে চলেছেন কোয়েল মল্লিক (Koyel Mallick), পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattapadhyay), এবং গৌরব চক্রবর্তী (Gourav Chakroborty)। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত
View this post on Instagram
আরও পড়ুন: সিদ্ধার্থ সঙ্গে কোথায় ছুটি কাটাতে গেলেন কিয়ারা?
সুরিন্দর ফিল্মসের (Surinder Films) পক্ষ থেকে বড় পর্দায় আসতে চলেছে ‘ সোনার কেল্লায় যকের ধন’। মে মাসের শেষে মুক্তি পেতে চলেছে এই ছবি। আর তার আগে মুক্তি পেল এই ছবির মোশান পোস্টার। যেখানে নোটবুক হাতে দেখা যাচ্ছে পরমব্রত কে, এবং হাতে ম্যাপ হতে কোয়েল এবং গৌরব। পিছনে বহু জনপ্রিয় ফেলুদার সোনার কেল্লা। জানেন, কোয়েল মল্লিকের জন্মদিনের দিন প্রকাশ্যে এল এই ছবির মোশন পোস্টার।
দেখুন অন্য খবর