বলিউড অভিনেত্রী করিনা কাপুরের সঙ্গে পার্টি করার পর কোভিড আক্রান্ত হয়েছিলেন সোহেল খান-স্ত্রী সীমা খান। গতকাল বুধবার তাদের ১০ বছরের পুত্র সন্তান সুহান খানও সংক্রমিত হয়েছে। প্রাথমিকভাবে বৃহান্মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন অর্থাৎ বিএমসি তাদের পুরো বাড়িটি সিল করে দিয়েছে। সেখানে সীমা খান ও তার পুত্র সন্তান থাকে। নিয়ম অনুযায়ী 5 জনের বেশি লোক যদি কোন বাড়িতে আক্রান্ত হয় তবেই সেই বিল্ডিং সিল করা যায়। সিভিক বডির এই পদক্ষেপ প্রশ্নের মুখে পড়েছে। অন্যদিকে করোনায় আক্রান্ত সঞ্জয় কাপুর পত্নী মাহিপ কাপুরের পর তাদের মেয়ে শানায়া কাপুর। বুধবার তারও করোনা রিপোর্ট পজিটিভ আসে। সোশ্যাল মিডিয়ায় শানায়া কাপুর নিজেই জানিয়েছে ‘আমি করোনা আক্রান্ত। আমি সমস্ত রকম করোনার নিয়ম বিধি মেনে চলছি এবং চিকিৎসকের পরামর্শ নিচ্ছি। আমি অনুরোধ জানাচ্ছি যারা আমার সংস্পর্শে এসেছেন দয়াকরে কপি-পেষ্ট করিয়ে নেবেন এবং সুরক্ষিত থাকুন’। ইতিমধ্যেই করোনার নতুন ভেরিয়েন্ট অমিক্রণ ছড়িয়ে পড়েছে ডেল্টার চেয়ে দ্রুত হারে। জানিয়ে শুরু হয়েছে নতুন আতঙ্ক।
সূত্রের খবর গত সোমবার পরিচালক-প্রযোজক করণ জোহরের দেওয়া পার্টি থেকে ফেরার পরই করণা আক্রান্ত হয়েছিলেন করিনা কাপুর খান ও অমৃতা আরোরা। করোনা বিধি ভেঙে সারারাত পার্টি করেছেন তাঁরা। তেমনই অভিযোগ এনেছে বৃহন্মুম্বাই পুরসভা। করিনা অমৃতার ঘনিষ্ঠ বান্ধবী সঞ্জয় কাপুর কাপুর ও সোহেল খান পত্নী সীমা খান তাদের সঙ্গে পার্টি করার পর করোনা আক্রান্ত হয়েছিলেন। এবার তাঁদের ছেলেমেয়েরাও আক্রান্ত হলেন। বৃহন্মুম্বাই মিউনিসিপাল করপরেশন সূত্রে জানা গেছে কারান জোহরের করনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি করণা ভাইরাসে আক্রান্ত হননি, সম্পূর্ণ সুস্থ রয়েছেন। কারণ অবশ্য দাবি করেছিলেন, এটি বাকি ছিলো একটা ঘড়োয়া আড্ডা। আদৌ কোনো পার্টি নয়। ঐদিন মাত্র আটজন উপস্থিত ছিল। করোনা বিধি মেনেই সমস্ত আয়োজন করা হয়েছিল। বিএমসি তরফে দাবি করা হয়েছিল করিনা কাপুর এ ব্যাপারে সঠিক তথ্য জানাচ্ছেন না। ইতিমধ্যেই সাইফিনা ও অমৃতার বাড়ি সিল করে দিয়েছে বিএমসি। এই মুহূর্তে কারিনার স্বামী সইফ আলি খান মুম্বইয়ের বাইরে রয়েছেন সে তথ্য তিনি পুরসভাকে জানাননি। সংবাদ সংস্থাকে বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়,’ করিনা কাপুরের বাসভবন আমরা অস্থায়ীভাবে সিল করে দিয়েছিলাম যাতে নিশ্চিত করা যায় যে সবাই rt-pcr করছে। কারণ এই বিল্ডিঙে ১০০ জনের বেশি বাসিন্দা আছেন।’ করিনার সঙ্গে একই বাড়িতে রয়েছেন তাঁর দুই পুত্র তৈমুর ও জেহ। সকলেই উদ্বিগ্ন তাঁদেরকে নিয়েও।