কলকাতা: নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে হার ইস্টবেঙ্গলের। প্রথম ১৫ মিনিটের মধ্যে দুটি গোল হজম করে লাল-হলুদ শিবির। ম্যাচের ৪ মিনিটে জুরিচের গোলে এগিয়ে যায় নর্থইস্ট ইউনাইটেড। এরপর ম্যাচের ১৫ মিনিটে আরও একটি গোল করে ব্যবধান বাড়ায়। এক্ষেত্রে নর্থইস্টের হয়ে গোল করেন নেস্টর। প্রথমার্ধে স্কোরলাইন ছিল নর্থইস্ট ইউনাইটেড ২ – ইস্টবেঙ্গল ০। ইস্টবেঙ্গল রক্ষণের অনেক দুর্বলতা দেখা যায় এদিনের ম্যাচে।
দ্বিতীয়ার্ধে পালটা লড়াই দেওয়ার চেষ্টা করে ইস্টবেঙ্গল। ম্যাচের ৫৩ মিনিটে লালহলুদের হয়ে প্রথম গোলটি করেন নন্দকুমার। এরপর ৬৬ মিনিটে নর্থইস্টের হয়ে জুরিচ আরও একটি গোল করেন। জুরিচের জোড়া গোলে ৩-১ -এ এগিয়ে যায় নর্থইস্ট ইউনাইটেড। এরপর ৮২ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে আরেকটি গোল করে ব্যবধান কমায় বিদেশি ফেলিসিও ব্রাউন। স্কোরলাইন ৩-২। ম্যাচের অন্তিম মুহূর্তে ইস্টবেঙ্গল মরিয়া চেষ্টা করলেও স্কোরলাইনের কোনও পরিবর্তন হয়নি।
আইএসএলের পয়েন্ট তালিকায় ১২ পয়েন্ট নিয়ে নবম স্থানেই রয়েছে ইস্টবেঙ্গল। এখনও পর্যন্ত দুটিতে জয়, ছ’টিতে ড্র এবং চারটিতে হার টিম ইস্টবেঙ্গলের।
অন্য খবর দেখতে ক্লিক করুন: