সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটির আর্থিক তসরুপ মামলায় বলিউডের জ্যাকলিন ফার্নান্ডেজ এর পাশাপাশি নাম জড়িয়ে ছিল নোরা ফাতেহির।যা নিয়ে জল অনেক দূর গড়িয়েছে। জলঘোলাও কম হয়নি। আদালতের নোরা ফাতেহি মামলা করেছে জ্যাকলিন ফার্নান্ডেজ এর নামে। বলিউডের এই দুই হার্টথ্রব অভিনেত্রীর মধ্যে তৈরি হওয়া উত্তেজনা এবার কাজের জায়গাকেও নাড়িয়ে দিয়েছে।
জানা যাচ্ছে, বলিউডের একটি ছবিতে জ্যাকলিনের কাজ করার কথা ছিল। কিন্তু শোনা যাচ্ছে বলিউডের সেই ছবিতে জ্যাকলিনের সরিয়ে নিজের জায়গা পাকা করে নিয়েছেন নোরা। এই ছবিতে কাজ করার কথা আছে বিদ্যুৎ জামমুওয়াল এবং অর্জুন রামপালের। ছবিটির নাম ‘ক্র্যাক: জিতেগা তোহ জিয়েগা’। ছবিটি প্রযোজনার দায়িত্ব টি-সিরিজের হাতে যাবার পরই নায়িকা বদল হয়। প্রসঙ্গত, টি সিরিজের পোস্টের গার্ল নোরা ফাতেহি।
আশ্চর্যের বিষয় হল গত বছর অক্টোবর মাসে পোল্যান্ডে ‘ক্র্যাক..’ ছবিটির শুটিং শুরু করে দিয়েছিলেন জ্যাকলিন। এই ছবিটি পরিচালনা করছেন আদিত্য দত্ত। ‘ক্র্যাক’ ২০১৯ সালের অ্যাকশন থ্রিলার ‘কমান্ডো ৩’ এর পরে বিদ্যুতের সঙ্গে আদিত্যের দ্বিতীয় কাজ।
কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আইনি মামলায় জড়ানোর পর জ্যাকলিনের এটি ছিল প্রথম কাজ। প্রথমদিকে এই ছবির প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছিলেন অভিনেতা বিদ্যুৎ জামমুওয়ালের প্রযোজনা সংস্থা। তারপর প্রযোজনার দায়িত্ব হস্তান্তরিত হয় টি-সিরিজের হাতে। তারপরেই বাদ পড়েন জ্যাকলিন। প্রসঙ্গত, নোংরা মানহানির মামলা দায়ের করেছিলেন অভিনেত্রী জ্যাকলিনের বিরুদ্ধে এবং কিছু মিডিয়া হাউজের বিরুদ্ধে। সম্প্রতি সেই কেসের জবানবন্দীর রেকর্ড করেন নোরা। নোরা দাবি করেন ওরা আমাকে ‘গোল্ড ডিগার’ বলেছে, আর একজন কনম্যানের সঙ্গে সম্পর্কের ভুয়ো খবর ছড়িয়েছে আমাকে নিয়ে। নোরার বক্তব্য নিজেদের উপর থেকে দৃষ্টি ঘোরাতে ফৌজদারির মামলায় তাকে জড়ানো হয়েছে। ‘আমার তরফে এই মামলা দায়ের করার কারণ হলো ইডির সাম্প্রতিক সুকেশ মামলা যাতে আমাকে জড়ানো হয়েছে সেই সম্পর্কে আমার কোন ধারণাই নেই। আমি তাদের কাউকে চিনিও না। আমাকে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আহবান করা হয়েছিল। মিডিয়ার কাছে আমাকে বলির পাঠা বানানো হয়েছে। কারণ আমি বহিরাগত, এই দেশে একা’।