মুম্বই : এবার বড়পর্দায় বিদ্যুৎ জামওয়ালের(Vidyut Jamwal) নায়িকার ভূমিকায় দেখা যাবে নোরা ফতেহিকে(Nora Fatehi)। গত মে মাসে কম্যান্ডো(Commando) খ্যাত অভিনেতা জানিয়েছিলেন একটি দুর্দান্ত ছবিতে তিনি অভিনয় করছেন।যে ছবিটি আদপে একটি স্পোর্টস অ্যাকশন ড্রামা ফিল্ম(Sports Action Drama Film)।এই ধরণের ছবিতে প্রথমবার অভিনয় করছেন, তাই নতুন ছবি নিয়ে রীতিমতো উৎসাহী ছিলেন বিদ্যুৎ জামওয়াল।অভিনেতা আরও জানিয়েছিলেন,ছবির অধিকাংশ শ্যুটিংই নাকি বিদেশে হয়েছে।এবং ছবির সিংহভাগ শ্যুটিংই সেরে ফেলেছেন তিনি।সম্প্রতি বিদ্যুৎ জামওয়ালের নতুন ছবি নিয়ে মিলেছে লেটেস্ট আপডেট।শোনা যাচ্ছে আদিত্য দত্ত(Aditya Dutt) পরিচালিত এই স্পোর্টস অ্যাকশন ফিল্মের নাম ক্র্যাক(Crakk)।এবং, ছবিতে বিদ্যুতের বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন নোরা ফতেহি(Nora Fatehi)।পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অর্জুন রামপাল(Arjun Rampal) ও জ্যাকলিন ফার্নান্ডেজকেও(Jacquline Fernandez)।খুব শীঘ্রই ক্র্যাক মুক্তির দিন ঘোষণা করবেন নির্মাতারা।
কম্যান্ডো সিরিজের একের পর এক ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন বলিউডের কম্যান্ডো বিদ্যুৎ জামওয়াল।বিগত কয়েক বছরে খুদা হাফিজ,খুদা হাফিজ ২ ছবিতেও অ্যাকশন হিরো অবতাদের দেখা গিয়েছে বলিউডের কম্যান্ডোকে।যদিও কিছুদিন আগে মুক্তি পাওয়া ছবি আইবি ৭১ ছবিতে একজন ইন্টালিজেন্সের ভূমিকায় দেখা গিয়েছে বিদ্যুৎ জামওয়ালকে।এবার অবশ্য সম্পূর্ণ ভিন্ন ঘরানার ছবিতে নজর কাড়ার জন্য প্রস্তুত তিনি।শোনা যাচ্ছে পরিচালক আদিত্য দত্তার নতুন স্পোর্টস অ্যাকশন ফিল্ম ক্র্যাক-এ মুখ্যভূমিকায় অভিনয় করছেন বিদ্যুৎ।ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন বলিউডের ড্যান্সিং ডিভা নোরা ফতেহি।পাশাপাশি অভিনয় করেছেন অর্জুন রামপাল ও জ্যাকলিন ফার্নান্ডেজ ছাড়াও আরও অনেকেই।।চলতি বছরে বড়পর্দার অন্যতম আকর্ষণ হতে চলেছে ক্র্যাক।এবার কবে এই জমজমাট স্পোর্টস ড্রামা ফিল্ম মুক্তির দিনক্ষণ ঘোষণা হয়,এখন সেটাই দেখার।