ওয়েব ডেস্ক: বিমানবন্দরের মধ্যে দিয়ে যাওয়ার সময় চিত্রগ্রাহকদের ক্যামেরায় ধরা পড়েছে বলিউড অভিনেত্রী নোরা ফতেহিকে চোখের জল(Nora Fatehi breaks down)মোছার দৃশ্য। চোখে তার কালো সানগ্লাস, পরনেও কালো পোশাক।
রোদ চশমা চোখে দিয়েও তিনি কান্না লুকাতে পারেননি। পাপারাৎজিদের পোস্ট করা একটি ভিডিওতে তা দেখা যাচ্ছে। কিন্তু কেন তিনি কেঁদে ভাসাচ্ছেন! কি কারনে তিনি এত ভেঙে পড়েছেন! অনেক চিত্রগ্রাহক ছবি তুলতে এগিয়ে গেলে তাদের দেহরক্ষীরা সরিয়ে দেন। সরিয়ে দেওয়া হয় অনুরাগীদের ও যারা সেলফি তোলার চেষ্টা করেন।
আরও পড়ুন:‘ধুরন্ধর’-এর টিজারে রাফ অ্যান্ড টাফ লুকে রণবীর
নোরা ফতেহির ইনস্টাগ্রাম স্টোরি থেকে জানা যাচ্ছে একান্তই ব্যক্তিগত ব্যাপার। সোশ্যাল মিডিয়া একটি প্রার্থনা পোস্ট করেছেন তিনি যা ইঙ্গিত করছে তিনি কোন প্রিয়জনকে হারিয়ে শোকাহত। খুব স্বাভাবিক কারণেই অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে কেন তিনি বিমানবন্দরে কাঁদছিলেন!
অভিনেত্রী তার পোস্টে যা লিখছেন তার মর্মার্থ হল ‘প্রকৃতপক্ষে আমরা আল্লার আমরা তার কাছেই ফিরে যাব’। যা থেকে ধারণা করা হচ্ছে তিনি নিশ্চয়ই কোন প্রিয়জনকে হারিয়েছেন।
একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘..যতই পছন্দের তারকা হোক… কোন মানুষই সবসময় খুশি থাকতে পারে না.. প্রিয় সেলিব্রেটি হলেও তিনি কি অবস্থায় আছেন সেটা অনুভব করা উচিত’।
অন্য একজন লিখেছেন, ‘তার পরিবারের কেউ নিশ্চয়ই মারা গেছেন! দেখতে পাচ্ছেন না কাঁদছেন! এখানেও সেলফি তুলতে চলে এসেছেন!’