কয়েকদিন আগে বলিউড ‘খিলাড়ি’র ‘সূর্যবংশী’ মুক্তি পেয়েছে। বক্সঅফিসে ছবিটি বেশ ভাল সাড়া ফেলেছে। রোহিত শেঠি পরিচালিত বলিউড ‘খিলাড়ি’ অক্ষয় কুমার অভিনীত এই ছবিটি করোনা কালে প্রায় ২০০কোটি টাকার ব্যবসা করেছে ইতিমধ্যেই। অক্ষয়ের নিজের কথায়, ‘২০২২ সালটা আমার জন্য একটা ভালো বছর বলে মনে করছি। অবশ্য গত ২ বছর যা হলো তা থেকে নিশ্চিত করে কিছু বলা খুব কঠিন।দেখা যাক আগামী বছর এই সময় আমরা বক্সঅফিস নিয়ে একই ধরনের আলোচনা করতে পারি কি না’। করোনা মহামারীর কারণে অক্ষয়ের বেশ কয়েকটি ছবি আটকে গেছে। আবার বেশ কয়েকটি ছবি শুটিং শেষ হয়ে মুক্তির অপেক্ষায় রয়েছে।হিসেব অনুযায়ী আগামী বছরে তাঁর ৮টি ছবি এবং একাধিক ওয়েব সিরিজ মুক্তি পাওয়ার কথা। বক্সঅফিস বিশ্লেষকদের মতে এই ছবিগুলি থেকে আনুমানিক আয় হবে প্রায় দুই হাজার কোটি টাকা। স্যাটেলাইট ও স্ট্রিমিং সব মিলিয়ে এইরকম একটি আনুমানিক অংকের ধারণা দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, আজ ২৪ ডিসেম্বর মুক্তি পেয়েছে অক্ষয় এর ‘আতরাঙ্গি রে’।