প্রেম দিবসে ভালোবাসার জোয়ারে ভাসছে গোটা শহর। এই দিনেই অচেনা প্রেমে ধরা দিচ্ছে অভিনেত্রী এনা সাহা। তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন রবি সাউ। কাশ্মীরের প্রকৃতিকে সাক্ষী রেখে প্রেমে ভাসলেন এনা। ভ্যালেন্টাইনস ডে তে ভালোবাসার এই গান করেছেন অ্যাশ কিং ও নিকিতা গান্ধী ।
এই গানের মিউজিক ভিডিওর নাম “নিশি’ ।এই ভিডিও পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক শিলাদিত্য মৌলিক। এই মিউজিক ভিডিও প্রকাশ হতেই মুহুর্তে ভাইরাল এই গান। কাশ্মীরের পাহাড়ে বেরাতে গিয়ে সেখানকার ট্যুরিস্ট গাইডের প্রেমে মজেন এনা। পরিনতি পায় তাঁদের প্রেম। দেখে নিন ভিডিও-