বাংলা সিরিয়ালে মজে থাকে বাঙালি দর্শক। লকডাউন হোক বা না হোক সন্ধ্যে হলেই প্রত্যেক বাড়ির ড্রইংরুমে সিরিয়ালের রমরমা। পারিবারিক কুটকচালি ভরা বিষয় যেমন থাকে, তেমনি ভক্তিরসে ভরপুর সিরিয়ালও হিট।টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে টিআরপি চার্টে বরাবরই উপরের সারিতে থাকে যেকোন মাইথলজিকাল টেলি সিরিজ। কোথাও মা ভবতারিনী এগিয়ে তো কোন চ্যানেলে মীরা বাই এর ভক্তিরস, কোথাও আবার বাবা লোকনাথের অলৌকিক কাহিনি।
এমনি এক নতুন টেলি সিরিজ আসছে একটি বেসরকারি চ্যানেলে। এবার টেলি দুনিয়া মজবে জয় জগন্নাথ এর ভক্তি ও প্রেমরসে। আর জগন্নাথ দেবের এর সঙ্গে বাংলার নবদ্বীপের গৌরাঙ্গদেবের ভক্তিভাবের কথা বিশ্ব বন্দিত। এই গল্পই উঠে আসবে ‘জয় জগন্নাথ ‘ ধারাবাহিকে। যদিও এই ধারাবাহিকের প্রধান চরিত্র এখনও ঠিক হয়নি, সবেমাত্র একটি টিজার প্রকাশ পেয়েছে সোশ্যাল মাধ্যমে। তাতেই আগ্রহ বেড়েছে দর্শকদের।