দূরে গিয়েও ফিরে আসার গল্প বলে নতুন মিউজিক ভিডিও, “কিছু কিছু কথা”। শিল্পী স্মার্ত মজুমদারের গলায় এই মিউজিক ভিডিওটি মুক্তি পাবে রবিবার।মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন মানব সাচদেব ও পায়েল।নির্দেশনার দায়িত্বে রয়েছে নতুন জুটি, সুচন্দ্রা ভানিয়া ও চন্দ্রোদয় পাল। সুচন্দ্রা ভানিয়া ইতিমধ্যেই টলিপাড়ার পরিচিত অভিনেত্রী, অভিজ্ঞ প্রযোজক।নিজের পরিচালনায় একটি শর্ট ফিল্ম বানানোর পর এবার জুটি বেঁধেছেন স্ট্যান্ড আপ কমিক ও চিত্রনাট্যকার চন্দ্রোদয়ের সাথে।একসঙ্গে এক ঝাঁক নতুন কাজ করার প্ল্যান করে এগোচ্ছেন এই জুটি।
আরও পড়ুন – প্রযোজক-নায়িকা কাজিয়া
অধিকাংশ কন্টেন্ট যেমন শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও, ডকুমেন্টারি, প্যারানরমাল রিসার্চ, অডিওবুক ইত্যাদি হবে আজীবনের জন্য ফ্রি, নতুন এপিসোড মিলবে প্রতি সপ্তাহে। সুপারস্টারদের নিয়ে অরিজিনাল সিনেমা দেখা যাবে মাত্র এক প্লেট বিরিয়ানির দামে! লাফিয়ে লাফিয়ে এগোচ্ছে সেই কাজ। তাই যতদিন না সেই অ্যাপ আসছে ততদিন আপাতত ইউটিউবেই প্রিমিয়াম কোয়ালিটি কন্টেন্ট বানিয়ে যাবে ইউটিউব চ্যানেলটি,তাও একেব্বারে ফ্রি!
পোস্ট প্রোডাকশানের মাঝেই সুচন্দ্রা ভানিয়া জানালেন, “আমরা একের পর এক ডিজিটালি জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের নতুন গান রিলিজ করব। স্মার্তর গাওয়া ‘কিছু কিছু কথা’ আমাদের দুজনেরই খুব পছন্দের। আমরা খুশি যে এই গান দিয়েই আমাদের এক সাথে কাজ করা শুরু হল। দর্শক নতুন কিছু পাবে বলাটা এখন বড় ক্লিশে। তবে আমরা চমকে দেব, এটা আমাদের প্রমিস। এমনিতে অ্যাপ বানানো প্রচণ্ড খাটুনির। সমান তালে চলছে কন্টেন্ট বানানোর কাজ। গোটা লক ডাউন আমরা একের পর এক চিত্রনাট্য শেষ করেছি, এবার আশা করি একে একে সামনে আসবে বেশ কিছু চমক।“
আরও পড়ুন – রাশিয়ায় চাচা-ভাতিজা
অন্য পরিচালক চন্দ্রোদয় জানালেন “হাতেখড়িটা বেশ হল, লম্বা ইনিংস খেলতে হবে এবার। আমরা এক গুচ্ছ কাজ করছি, অনান্য পরিচালকরাও করবেন। এক ঝাঁক তারকা অভিনয় করছেন আমাদের পরবর্তী কাজগুলোতে। বাঙালির স্মার্টফোন আমাদের ঠিক চিনে নেবে!”- আত্মবিশ্বাসী চন্দ্রোদয়।
ভাঙা মনের গান “কিছু কিছু কথা” বৃষ্টির বিকেলে মন কেমন করাবেই। আশাবাদী নতুন পরিচালক জুটি। “কিছু কিছু কথা” দেখা যাবে একটি ইউটিউব চ্যানেলে।
আরও পড়ুন – সেপ্টেম্বরে ‘রক্ষা বন্ধন’