অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এই মুহূর্তে তাঁর পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। এই মাসের ৭ তারিখে ৫০ বছরে পা দিলেন তিনি। তবে আজও তাঁর এনার্জি আর লাস্যময়ীতায় টেক্কা দেন নতুন প্রজন্মের নায়িকাদের। লন্ডনে জন্মদিন কাটিয়ে সিঙ্গাপুরে পরিবারের সঙ্গেই থাকবেন কলকাতায় ফেরার কথা আগামী জানুয়ারিতে।
এরই মধ্যে খুশির খবর দিলেন তাঁর ফ্যানদের। তাঁর পরিবারের আরো দুই সদস্য যোগ হয়েছে। তাদের নাম ডেনিস ও লিলি। স্যোশাল মিডিয়ায় দুই খুদে সারমেয়ো পোষ্যের ছবি শেয়ার করে জানান, এরাই তাঁর পরিবারের নতুন সদস্য।
প্রসঙ্গত বেশকিছু ছবি ছবির কাজ শেষ করেছেন অভিনেত্রী। রঞ্জন ঘোষের ‘মহিষাসুর মর্দিনী ‘, তথাগত ভট্টাচার্যর ছবি ‘আকরিক’ , দীপক তৈরির সঙ্গে হিন্দি ছবি ‘ইত্তর’।
খুব শীঘ্রই এই ছবি গুলি মুক্তি পাবে।