‘করুণাময়ী রানী রাসমণি..’ ধারাবাহিকে ‘জগদম্বা’ চরিত্রের অভিনেত্রী রোশনি ভট্টাচার্যের চলে যাবার পর সেই চরিত্রে অভিনয় করবেন এবার অভিনেত্রী মিমি দত্ত সাহানি। একজনের জার্নি শেষ হবার পর আর একজনের জার্নি শুরু হবে জগদম্বা চরিত্রে। সোশ্যাল মিডিয়ায় নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে নিলেন ধারাবাহিকের এই দুই অভিনেত্রী। খুব তাড়াতাড়ি রষ্ণী তার নতুন জীবন শুরু করতে চলেছেন বলে এই ধারাবাহিক ছেড়ে দিলেন। কিছুদিন আগেই রোশনি তাঁর প্রেমিক তুর্য সেনের সঙ্গে বাগদান ও আইনি বিয়ে সেরে ফেলেছেন। এবার সামাজিক বিয়ে হবে তাঁদের। টাই ব্যক্তিগত কারণেই ধারাবাহিক থেকে বিরতি নিয়েছেন রোশনি। রোশনি নিজের আবশ্যকতা সোশ্যাল মিডিয়ার পেজে জানিয়েছেন কিছুদিন আগে। দীর্ঘ আড়াই বছর ধরে রষ্ণী জগদম্বার চরিত্রে অভিনয় করেছেন। এই চরিত্রে অভিনয় করে তিনি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিলেন। নিজের পরিবারের কেউ অন্যায় করলেও তার বিরুদ্ধে রুখে দাঁড়াতো এই চরিত্র। রোশনি জানান চরিত্রটি ছেড়ে তিনি চলে যাচ্ছেন বটে তবে চরিত্রটি কিন্তু সিরিয়ালে থাকবে। রোশনি বলেন, জগদম্বা রূপে আসছেন অভিনেত্রী মিমি দত্ত। রশ্নির শুটিংয়ের শেষ দিনে ‘মা সারদা’ অভিনেত্রী সন্দীপ্তা সেন জানিয়েছিলেন যে রোশনিকে তারা খুবই মিস করবেন। এখন দেখার জগদম্বার চরিত্রে মিমি কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারে।