বলিউড পেতে চলেছে নতুন জুটি। এতদিন কার্তিক আরিয়ান এর ভক্তরা তার ‘ফ্রেডি’ ছবির হিরোইন কে হবেন! এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছিলেন হন্যে হয়ে। জানার জন্য মুখিয়ে ছিলেন তার ফ্যানেরা। অবশেষে সে কৌতূহলের অবসান হয়েছে। কার্তিক নিজেই পরিচয় করিয়ে দিয়েছেন ছবিতে তাঁর নায়িকার। তিনি হলেন অভিনেত্রী পূজা বেদির কন্যা। অনস্ক্রিন তার সঙ্গেই রোমান্স করতে দেখা যাবে কার্তিককে। ইতিমধ্যেই ‘জওয়ানি জানেমান’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছেন পুজা বেদি-কন্যা আলিয়া ফার্নিচারওয়ালা। এই ছবিতে সাইফ আলি খানের মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। আলিয়ার প্রথম ছবির কাজ দর্শক-সমালোচকদের যথেষ্ট প্রশংসা পেয়েছে। ইতিমধ্যেই ইউটার্ন ছবির কাজ শুরু করে দিয়েছেন আলিয়া এফ(ফার্নিচারওয়ালা)। অভিনেত্রীর তৃতীয় ছবি হতে চলেছে ‘ফ্রেডি’। চলতি মাসের শুরুতে এই ছবির শুটিং শুরু করে দিয়েছেন কার্তিক।
আরও পড়ুন: শাহরুখের প্রযোজিত ছবি থেকে সরে গেলেন কার্তিক
সোশ্যাল মিডিয়ায় আলিয়া লিখেছেন,’ফ্রেডির জন্য তৈরি! আমি দারুণ খুশি এমন একটা সুন্দর টিমের অংশ হতে পেরে’। এই ছবি নিয়ে কার্তিক জানিয়েছেন,’অভিনেতা হিসেবে সকলেই চায় ভিন্ন ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে। আর ‘ফ্রেডি’তে তেমনি একটা চরিত্রে আমি অভিনয় করছি। এই রকম চরিত্রে দর্শক আমাকে কখনো দেখেনি’। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক শশাঙ্ক ঘোষ। যিনি তৈরি করেছিলেন ‘বিরে দি ওয়েডিং’।
সোশ্যাল মিডিয়ায় কার্তিক আলিয়ার একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে আলিয়াকে দেখা যাচ্ছে কেক সামলাতে। কেক-এ লেখা রয়েছে স্বাগত আলিয়া। সোশ্যাল মিডিয়ায় ‘ফ্রেডি’র কো-স্টার আলিয়াকে স্বাগত জানিয়েছেন এভাবেই কার্তিক আরিয়ান। এই সারপ্রাইজ পেয়ে অভিনেত্রী তার কমেন্ট বক্সে লিখেছেন,’এই টিমের অংশ হতে পেরে আমি উচ্চসিত’।
কার্তিকের হাতে রয়েছে এই মুহূর্তে বেশ কিছু প্রজেক্ট। নেটফ্লিক্সের ‘ধামাকা’ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে তাকে। এছাড়াও ‘ভুলভুলাইয়া ২’ এবং হংসল মেহতার ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ ছবিতে পর্দায় তাকে দেখা যাবে।
বলিউডের এই নতুন জুটিকে পর্দায় দেখার জন্য অপেক্ষায় দিন গুনছেন চলচ্চিত্রপ্রেমীরা।