অভিনেত্রী রাজনন্দিনী পাল বেছে ছবি করেন। খুব কম সময়ের মধ্যেই নিজের অভিনয়ের প্রতিভায় দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এবার তাঁকে এমন একটি ছবিতে দেখা যাবে, যেখানে রাজন্দিনী একা অভিনয় করেছেন, অর্থাৎ সমস্ত ছবি জুড়ে রাজন্দিনীকেই দেখা যাবে। ছবির নাম ‘ম্যাজিক আই’।
পরিচালনার দায়িত্বে রয়েছেন সঞ্জয় বর্ধন। ছবির পোস্টার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই নেটিজেনদের মধ্যে আগ্রহ দেখা গেছে। ছবির পোস্টারে দেখা যাচ্ছে রাজনন্দিনীর ছবি। অভিনেত্রীর মতে, এটা অনেকটা সাইকোলজিকাল থ্রিলার। তবে ছবির গল্প নিয়ে কিছুই বলতে চাননি।
কিছুদিনের মধ্যেই সামনে আসবে এই ছবির ট্রেলার। তবে ছবি মুক্তির কথা এখনই কিছু জানা নেই। প্রসঙ্গত এই ছবি তৈরি হয়েছে একটি ওয়েব প্ল্যাটফর্মের জন্য।