পশুপ্রেম নিয়ে এমনিতেই স্যোশাল মিডিয়া উত্তাল হয়ে ওঠে মাঝে মধ্যেই। অনেক সময়ই খবরের শিরোনামে উঠে আসে অমুক নায়িকার পশু প্রেম দেখে এগিয়ে এসেছে নেটাগরিকরা, তো আবার কোথাও পশুপ্রেমের নজির গড়তে গিয়ে ঘটে যায় নানা বিপত্তি।ভারতীয় চলচ্চিত্রে মানুষ ও পশুর বন্ধুত্বের কাহিনির ছড়াছড়ি।
এর মধ্যেই নবীন পরিচালক প্রতীশ ঘোষ করতে চলেছেন এমন একটি পূর্ণ দৈর্ঘ্যের ছবি যা মুলত মানুষ ও পশুদের মধ্যেকার সম্পর্কের কথা বলবে। ছবির নাম ‘অ্যানিমিজম ‘। প্রায় দুবছর আটকে ছিল ছবিটি অবশেষে ছবিটি শুরু হতে চলেছে খুব শীঘ্রই। এই ছবির পরিচালক প্রতীশ ঘোষ এর আগে আন্তর্জাতিক ছোট ছবি উৎসব ২০১৯ এ নিজের শর্ট ফিল্ম এর জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছিলেন ।
এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে দুই শিশু শিল্পীকে। সমাজ থেকে বিচ্যুত হয়ে গৃহপালিত পশুদের বন্ধুত্বে বড়ো হয়ে ওঠা এই দুজনেই সমাজের চোরা শিকারের হাত থেকে রক্ষা করতে থাকে পশুদের। পশুপ্রেম যে কতোটা তীব্র হতে পারে সেটাই দেখা যাবে একটি সাসপেন্স থ্রিলারের মাধ্যমে।সোহাগ সেনের ছাত্রছাত্রীদের থেকে একঝাঁক নতুন অভিনেতাদের দেখা যাবে এই ছবিতে। যারা সকলেই সোহাগ সেনের ছাত্র। সম্প্রতি ‘অ্যানিমিজম ‘ ছবির পোস্টার প্রকাশ পেয়েছে। খুব শীঘ্রই শুরু হবে শ্যুটিংয়ের কাজ।