আধিভৌতিক বিষয় বস্তুর প্রতি মানুষের আগ্রহ চিরকালীন। আর তাই আধিভৌতিক বিষয়ের ওপর তৈরি ছবির সংখ্যাও নেহাত কম নয়। মুক্তির অপেক্ষায় ‘হরর স্টোরি’। নাম ইংরেজি হলেও এটি কিন্তু পুরোপুরিই বাংলা ছবি। ‘হরর স্টোরি’র পরিচালক সায়ন বসু চৌধুরী। মুক্তি পেয়েছে ট্রেলার।
দুটো গল্প নিয়ে এগিয়েছে ছবির কাহিনি। একটি গল্পে আছেন মৈনাক বন্দ্যোপাধ্যায়, রূপসা মুখোপাধ্যায়। অন্য গল্পে দেখা মিলবে অলিভিয়া সরকার আর সুপ্রতীম সাহার।ট্রেলারেই স্পষ্ট দুটো গল্পেই কিন্তু ভৌতিক বিষয়বস্তুকে কেন্দ্রে রেখেই এগিয়েছেন পরিচালক।
আধিভৌতিক বিষয় নিয়ে ছবি তৈরি হলে ছবিতে ব্যাকগ্রাউন্ট মিউজিকের একটা বড় ভূমিকা থাকে। ‘হরর স্টোরি’ও তাঁর ব্যতিক্রম নয়। ছবিতে গান গেয়েছেন প্রশ্মিতা পাল আর সায়ক নাগ। ট্রেলার দেখলেই বোঝা যাবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক একেবারে যথাযথ।