কলকাতা: ওটিটির জনপ্রিয় ওয়েব সিরিজ পঞ্চায়েত (Panchayat)। যার সবকটি সিজনই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। সম্প্রতি ‘পঞ্চায়েত ৪’ মুক্তির পর থেকে এই সিরিজটি নিয়ে চর্চা চলছেই। তার মধ্যে এই সিরিজ নিয়ে আরও জল্পনা বাড়িয়ে দিয়েছেন নীনা গুপ্তা। তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘পঞ্চায়েত ৫’ (Panchayat 5)-এর চিত্রনাট্য নাকি ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে।
‘পঞ্চায়েত ৪’-এ মঞ্জু দেবী এবং ক্রান্তি দেবীর মধ্যে নির্বাচনী লড়াই দেখানো হয়েছে। এই পার্টে এমন অনেক বিষয় রয়েছে, যার উত্তর পাওয়া যায়নি। চতুর্থ সিজিনে স্ট্রিম করা হয়েছে। সেখানে দেখানো হয়েছে, পঞ্চায়েত নির্বাচন এবং সচিব জি-রিঙ্কির প্রেমের গল্পকে কেন্দ্র করে এগিয়েছে। কিন্তু এবারের নির্বাচনে মঞ্জু দেবী হেরে যান। এখন পঞ্চায়েত সিজন ৫-এর জন্য অপেক্ষা করছেন দর্শকরা। তবে আপনি কি জানেন যে নীনা গুপ্তা সিরিজটি স্ট্রিম হওয়ার আগেই স্ক্রিপ্ট সম্পর্কে বলেছেন।
আরও পড়ুন:কপিল শর্মার নতুন জার্নি ‘ক্যাপস ক্যাফে’
‘পঞ্চায়েত’-এর টিমকে কিছু প্রশ্ন করা হয়েছিল। নির্বাচনে কে জিতবে? সচিবজি এবং রিঙ্কির প্রেমের গল্প কত দূর গড়াবে? অথবা সচিবজি কি শেষ পর্যন্ত সরকারি পরীক্ষা পাশ করতে পারবেন? সেই সব প্রশ্নের উত্তর দিতে গিয়ে নীনা গুপ্তা স্বীকার করে নেন যে, পঞ্চম সিজনের স্ক্রিপ্ট ফাঁস হয়ে গিয়েছে। তাঁর দাবি, ‘পরবর্তী সিজনের জন্য প্রস্তুত থাকুন এবং স্ক্রিপ্ট ইতিমধ্যেই এসে গিয়েছে। যে কারণে ‘পঞ্চায়েত’-এর পঞ্চম পার্টটি নিয়ে জোর আলোচনা চলছে। তবে দর্শকদের অনেকেরই দাবি, এবারের সিজনটি কিছুটা দুর্বল। তাঁরা মনে করেন, সিরিজটি তার আসল কমেডির মান হারিয়ে ফেলেছে।
অন্য খবর দেখুন