মুম্বই: সাত সকালে ছেলেকে দেখতে আর্থার রোডে জেলে গিয়েছিলেন শাহরুখ খান৷ তার ঘণ্টাখানেকের মধ্যে বলিউড বাদশার বাড়িতে চলে গেল এনসিবি৷ শুধু তাই নয়, এদিন আরও এক জায়গায় হানা দেন এনসিবি আধিকারিকরা৷ এদিন সকালে এনসিবি আধিকারিকদের নামতে দেখা যায় অভিনেত্রী অনন্যা পাণ্ডের বাড়িতে৷ সূত্রের খবর, তাঁর বাড়িতে তল্লাশি চালান আধিকারিকরা৷ জেরার জন্য অনন্যাকে তলবও করা হয়েছে৷
আরিয়ানের জামিনের জন্য আজই বম্বে হাইকোর্টে আবেদন করেছেন তাঁর আইনজীবী৷ আগামী মঙ্গলবার সেই মামলার শুনানি হবে৷ তার আগে মাদক কাণ্ডের তদন্তে আরও দৌঁড়ঝাপ শুরু করল এনসিবি৷ এদিন সকালে এনসিবি আধিকারিকদের টিম পৌঁছয় ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’ অভিনেত্রীর বাড়িতে৷ সেখানে কিছুক্ষণ ছিলেন তাঁরা৷ তবে বাড়ি থেকে মাদক পাওয়া গিয়েছে কিনা তা জানা যায়নি৷ সূত্রের খবর, শাহরুখ খানের ছেলে আরিয়ানের হোয়াটস অ্যাপ চ্যাট ঘেঁটেই অনন্যার নাম খুঁজে পেয়েছেন এনসিবি-র আধিকারিকরা৷ অনন্যার সঙ্গে মাদক সরবরাহ নিয়ে আরিয়ানের কথা হয়েছে বলে সূত্রের দাবি৷
Mumbai | A team of Narcotics Control Bureau (NCB) is currently present at actor Shah Rukh Khan’s residence ‘Mannat’
Earlier today, Shah Rukh Khan met son Aryan at Arthur Road Jail
Bombay High Court to hear Aryan Khan’s bail application on 26th October pic.twitter.com/SyzoWVi9UL
— ANI (@ANI) October 21, 2021
বিস্তারিত আসছে…