হট, সিজলিং বঙ্গ তনয়া নয়না গঙ্গোপাধ্যায় বলিউডে পা রেখেছেন পরিচালক প্রযোজক রাম গোপাল বর্মার হাত ধরে। রাম গোপাল বর্মাকেই মেন্টর হিসেবে মানেন নয়না। বাঙালি দর্শকদের কাছে অবশ্য ‘চরিত্রহীন’ এর নায়িকা হিসেবেই পরিচিতি পেয়েছিলেন নায়িকা।
‘চরিত্রহীন’ সিরিজের কিরনময়ী বাঙালির মনে ছাপ রেখে গেছে। পর পর সবকটা চরিত্রহীন এর সিরিজেই দেখা গেছে তাঁকে। তবে এবার টলিউডের অন্দরের খবর অন্য এক বাংলা ওয়েব সিরিজে দেখা যাবে নয়নাকে। এই বিষয়ে নায়িকাকে জিজ্ঞেস করলে, তিনি বলেন অনেক কথা হচ্ছে, তবে এখনি কিছু বলতে চাননা তিনি। এই মুহূর্তে নায়িকা হায়দরাবাদে একটি দক্ষিণের ছবিতে কাজ করছেন তিনি, খুব শীঘ্রই এই দক্ষিণী ছবিটি বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা।
‘মেরি বেটি সানি লিওনি বাননা চাহিতি হ্যায়’ ছবি দিয়ে কাজ শুরু করে খবরের শিরোনামে আসেন নয়না। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ারের সংখ্যা চোখে পড়ার মতো। মাঝে মধ্যেই নিজের হট ফটো আপলোড করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন নায়িকা।
কিছুদিন আগেই লেসবিয়ান গল্প নিয়ে ‘ডেঞ্জারাস’ ছবি মুক্তি পায় । পর্দায় বিন্দাস অভিনয় ও বোল্ড চরিত্র করার জন্য দর্শকদের কাছে খুবই জনপ্রিয়তা পেয়েছেন নয়না। রাম গোপাল বর্মা পরিচালিত ‘বিউটিফুল’ ছবিতেও নয়নাকে দর্শক পছন্দ করেছে। চরিত্রহীন এর পর নয়না গঙ্গোপাধ্যায়কে আবার বাংলা ওয়েব সিরিজে দেখার অপেক্ষায় থাকলো দর্শক।