কলকাতা:আচমকা জিতু কমলের সঙ্গে ডিভোর্স ঘোষণা করে, যাকে বলে চমকে দিয়েছিলেন সকলকে। চর্চায় ছিল অভিনেত্রীর ব্যক্তিগত জীবন। তবে সেই সব কিছু পাত্তা না দিয়ে আপাতত ছুটির মেজাজে জিতুর প্রাক্তন নবনীতা দাস (Nabanita Das)। নায়িকা সেলফ কেয়ার আর সেলফ লাভ-ই ফোকাস করেছেন। ছুটি কাটানোর জন্য সমুদ্রকে বেছে নিয়েছেন। সেখান থেকে বিকিনিতে ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়াতে। কাদের সঙ্গে ঘুরছেন তিনি? নেটাগরিকদের প্রশ্ন। নায়িকার পোস্টে
View this post on Instagram
২০২৩ সালের ১৭ নভেম্বর বিচ্ছেদ হয়েছে জিতু কমল এবং নবনীতা দাসের। দীর্ঘ চার বছরের সম্পর্ক থেকে বেরিয়ে আসা সহজ ছিল না! সেই স্মৃতি থেকে বের হতে বেশ সময় নিয়েছিলেন নবনীতা। এবার নিজেরে সঙ্গে সময় কাটাতে লম্বা ছুটিতে গেলেন নায়িকা। সমুদ্রের ধার থেকে একগুচ্ছ ছবি সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন নবনীতা দাস। গোয়াতে (Nabanita Das enjoying in Goa Sea Beach) ছুটি কাটাচ্ছেন তিনি। যদিও সঙ্গে ঠিক কারা, তা স্পষ্ট নয়।
View this post on Instagram
ছবিতে দেখা গিয়েছে, লাল শর্টস আর বিকিনি টপ পড়ে সমুদ্রের পাড়ে সন্ধে উপভোগ করছেন। অন্য একটি পোস্টে দেখা গেল ওয়ান পিস ড্রেসে চোখে সানগ্লাস পড়ে নায়িকা। কখনও তাকে পুলের ধারে সময় কাটাতে তো কখনও খাবারের ছবি পোস্ট করতে দেখা গেল। পোস্টে ট্যাগ করা হয়েছে টাবু পাটনি নামের এই মহিলাকে। টাবু পেশায় মেকআপ আর্টিস্ট।
View this post on Instagram
অন্য খবর দেখুন