প্রয়াত হলেন হলিউড অভিনেতা মাইকেল কনস্টান্টাইন। বয়স হয়েছিল ৯৪ বছর। বয়সজনিত সমস্যায় ভুগছিলেন মাইকেল। বিখ্যাত হলিউড ছবি ‘মাই বিগ ফ্যাট গ্রিক ওয়েডিং’-এ অভিনয় করেছিলেন মাইকেল। বর্ষিয়ান অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তাঁর সহকর্মীরা।
ট্যুইটে শোকপ্রকাশ করে মাইকেলের এক সময়ের সহকর্মী নিয়া ভার্দালোস লিখেছেন কনস্টানটাইনের সঙ্গে অভিনয় করাটা ছিল ভালোবাসা এবং মজার মিশেল। যিনি এত হাসি আর মজা সকলকে উপহার দিয়েছেন তিনি এখন বিশ্রামেরই দাবিদার।
আরও পড়ুন: নীনা- গজরাজের বেস্টফ্রেন্ড অমিত
কনস্টান্টাইন ছিলেন হলিউডের প্রায় সকলেরই অন্যতম প্রিয় অভিনেতা। ‘হোয়াট উইমেন ওয়ান্ট’ সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ‘রুম ২২২’ এ কাজের জন্য এমি মনোনীত অভিনেতাও ছিলেন।
তাঁর ‘রুম ২২২’ সম্পর্কে বলতে গিয়ে সমালোচকরা বলছেন, শো-টি অবিশ্বাস্যভাবে ভীষণ গুরুত্বপূর্ণ শো ছিল যা, সমকালের থেকে অনেকটা এগিয়ে ছিল এই শো। মাইকেলের জন্যই যে শো-এর আরও শ্রীবৃদ্ধি হয়েছিল তাও স্বীকার করে নিয়েছেন বর্ষিয়ান এই হলিউড অভিনেতার ভক্তরা।
আরও পড়ুন: গুলজার- রহমানের জাদু