আজকের ব্যস্ত দিনে পুরনো বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করার সময় বড় একটা পাওয়া যায় না। তবে সময় মিললে পুরনো দিনে পৌঁছে যেতে পছন্দ করেন অনেকেই! আম আদমির মতোই, রিইউনিয়ন পছন্দ তারকাদেরও। তাই তো শত্রুঘ্ন সিনহার বাড়িতে মুমতাজ হানা দিলে আপ্লুত হয়ে ওঠেন খামোশ শত্রুঘ্নও। সোশ্যাল সাইটে ছবি শেয়ার করতেও ভোলেন না তিনি।
দিন কয়েক দিনে মুম্বইয়ে শত্রুঘ্ন সিনহার বাড়ি রামায়ণে গিয়েছিলেন তাঁর বহু ছবির নায়িকা মুমতাজ। ‘খিলোনা’য় একসঙ্গে জুটি বাঁধা পুরনো বন্ধুকে কাছে পেয়ে আনন্দ যেন আর ধরছিল না সোনাক্ষির সিনহার বাবার! গল্প- গুজব, ছবি তোলা চলল সবই। অবশ্য শত্রুঘ্ন একা নন, আড্ডায় হাজির ছিলেন তাঁর স্ত্রী পুনমও।
wonderful to have presented her my most talked about, much acclaimed biography ‘Anything but Khamosh’.The book has a special mention of her contribution in my career. It was a great afternoon, well spent! Love you Mumtaz! Long, Live our Friendship! pic.twitter.com/3NNwPnr5Us
— Shatrughan Sinha (@ShatruganSinha) November 20, 2021
অভিনেত্রী মুমতাজ শত্রুঘ্নের দারুণ পছন্দের। মানুষ মুমতাজকেও পছন্দ করেন শত্রুঘ্ন। গল্প- আড্ডার ফাঁকেই তাই প্রিয় বন্ধুর হাতে নিজের বায়োগ্রাফির এক কপিও তুলে দিলেন শত্রুঘ্ন। বন্ধুর বায়োগ্রাফির কপি হাতে পেয়ে মুমতাজ যে কতোটা খুশি তা তাঁর হাসিহাসি মুখেই স্পষ্ট।
সোশ্যাল সাইটে রিইউনিয়নের ছবির ক্যাপশনে শত্রুঘ্ন মুমতাজের প্রতি ভালবাসা প্রকাশ করে জানিয়েছেন, বিকেলটা তাঁরা ভালই কাটালেন, তাঁদের বন্ধুত্ব দীর্ঘজীবী হোক।