কয়েকদিন আগেই খবর ছিল কোনরকম হুমকি চিঠি পাওয়ার কথা অস্বীকার করেছেন সলমন খান।যদিও এদিন মুম্বই পুলিশ জানিয়েছে,সলমন ও তাঁর বাবা সেলিম খান হুমকির চিঠি পেয়েছিলেন।আর সেই হুমকি চিঠি পাঠানোর পিছোনে ছিলেন কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।কিছুদিন আগেই খুন হয়ে গিয়েছেন পঞ্জাবী সংগীতশিল্পী সিধু মুসেওয়ালা।কানাডা বেসড গ্যাংস্টার গোল্ডি ব্রার সেই হত্যার দায় স্বীকার করে নিলেও জানা যাচ্ছে,সিধু মুসেওয়ালার নৃশংস খুনের পিছোনেও রয়েছেন লরেন্স বিষ্ণোই। ইতিমধ্যেই সলমন ও সেলিম খানকে হুমকি চিঠি পাঠানোর তদন্তে নেমে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য সৌরভ মহাকালকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে,জেল থেকেই সলমন ও সেলিমকে হুমকি চিঠি পাঠানোর ব্যবস্থা করেছিলেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।
এই কাজের জন্য রাজস্থান থেকে গ্যাংয়ের তিন সদস্যকে মুম্বই পাঠানো হয়েছিল।চিঠিটি পৌছে দিয়েছেন লরেন্সের ঘনিষ্ঠ এক সহযোগী বিক্রম বারাদ।মুম্বই পুলিশ আরও জানিয়েছে,যাঁরা এই হুমকি চিঠি দেওয়ার কাজটি করেছেন তাঁদের শনাক্ত করা হয়েছে।খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে।মুম্বই পুলিশের ছয়টি দল ইতিমধ্যেই দেশের নানা প্রান্তে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।