কলকাতা টিভি ডেস্ক: পর্নোগ্রাফি(Pornography) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শার্লিন চোপড়া (Sherlyn Chopra,)কে সমন পাঠিয়েছিল মুম্বই ক্রাইম ব্রাঞ্চ (Mumbai Crime Branch)। ২৭ জুলাই অর্থাৎ মঙ্গলবার সকাল ১১টায় ক্রাইম ব্রাঞ্চের দফতরে হাজিরা দিতে বলা হয়েছে শার্লিনকে। সেখানে পর্নোগ্রাফি মামলায় তাঁর বয়ান রেকর্ড করার কথা রয়েছে।
আরও পড়ুন- নীলছবি তৈরির অভিযোগে গ্রেফতার শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা
অভিনেত্রী শার্লিন চোপড়া গ্রেফতার এড়াতে আগাম জামিনের আবেদন করেছিলেন মুম্বই হাইকোর্টে। সেই জামিন মঞ্জুর করল আদালত। মঙ্গলবার পর্নোগ্রাফি মামলায় শার্লিন চোপড়াকে স্বস্তি দিল মুম্বই হাইকোর্ট। মুম্বই পুলিশকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে ২০ শে সেপ্টেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও গুরুতর ব্যবস্থা না নেওয়ার।
অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে পর্নোগ্রাফি বানানোর অভিযোগে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত করছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। এই তদন্তের ভিত্তিতেই উঠে এসেছিল শার্লিন চোপড়ার নাম। অভিনেত্রী শার্লিন রাজের তৈরি পর্নোগ্রাফি ছবিতে অভিনয় করতেন। রাজ তাঁকে প্রত্যেকটি ছবির জন্য ৩০ লক্ষ টাকা পারিশ্রমিক দিতেন।
আরও পড়ুন- শিল্পার মুখ খোলা উচিত : মুকেশ খান্না
এই বিষয়ে শার্লিন মহারাষ্ট্রের সাইবার সেলকে জানিয়েছেন, শিল্পার স্বামী রাজের হাত ধরেই তিনি এই জগতে এসেছিলেন। প্রায় ২০-২৫ টি ছবি করেছেন তিনি। তবে, তিনি জানিয়েছেন আরও অনেক কিছুই বলার আছে এই বিষয়ে। বর্তমানে তদন্তের স্বার্থে তিনি চুপ রয়েছেন।