অশ্লীল ভিডিও কাণ্ডে রাজ কুন্দ্রার গ্রেফতারির পর এই নিয়ে রীতিমতো নড়েচড়ে বসেছে মুম্বই পুলিশ।রবিবার দুপুরে ছোটপর্দার অভিনেত্রী তথা মডেল গেহনা বশিষ্ঠ সহ তিনজনকে সমন পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করল মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।রাজ কুন্দ্রার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল গেহনার।ইতিমধ্যেই তা প্রমাণিত হয়ে গিয়েছে।অবশ্য অশ্লীল ভিডিও চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গত ফেব্রুয়ারিতেই গ্রেফতার হয়েছিলেন গেহনা বশিষ্ঠ।তবে বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন তিনি।