বেআইনি ভাবে প্রাপ্তবয়স্কদের ছবি বানানোর অপরাধে গ্রেফতার হয়েছেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। রাজ গ্রেফতার হওয়ার পর শিল্পাকে দফায় দফায় জেরা করেছে মুম্বই পুলিশ। রাজ কুন্দ্রা কাণ্ডে শিল্পার জেরার প্রসঙ্গে সদ্যই মুখ খুললেন বলিউডের বর্ষিয়ান অভিনেতা মুকেশ খান্না।
পুলিশি জেরায় শিল্পা জানিয়েছেন রাজের বেআইনি ব্যবসা সম্পর্কে তিনি কিছুই জানেন না, এমনকি হটশট ভিডিও অ্যাপ সম্পর্কেও তাঁর কোনই ধারণা নেই। শিল্পার এই ধরণের মন্তব্যের প্রসঙ্গে শক্তিমান খ্যাত মুকেশ খান্না বলছেন, শিল্পা যদি অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রির আসল সত্যি জেনে থাকেন, তাহলে তা স্বীকার করে নেওয়াই ভাল। তেমনটা হলে বেআইনিভাবে নীল ছবি বানানোর ব্যবসা যে প্রায় বন্ধ হতে বসবে তা নিয়েও কোনও সন্দেহ নেই মুকেশের।
বর্ষিয়ান অভিনেতা মনে করেন, আজকের দিনে সমস্ত স্ত্রী-ই তাঁর স্বামীর কাজকারবার- রোজগারপাতি সম্পর্কে অবহিত থাকেন, শিল্পাও নিশ্চয় তার ব্যতিক্রম নন। মুকেশ মনে করেন রাজের ব্যবসা সম্পর্কে শিল্পা যা যা জানেন তা পুরোটাই কবুল করা তাঁর কর্তব্য, এমনটা করলে বেআইনি ছবির ব্যবসাই বন্ধ হয়ে যাবে। তবে রাজের বেআইনি ব্যবসার জন্য শিল্পাও দায়ি এমনটা মনে করেন না মুকেশ, তাঁর মতে এই মুহূর্তে সত্যের পথে চলাটাই শিল্পার উচিত।
যদিও পুলিশি জেরার এখনও পর্যন্ত রাজ কুন্দ্রার বেআইনি ব্যবসায় শিল্পা শেট্টির যোগাযোগের কোনও আইনি সূত্র এখনও পাওয়া যায়নি। রাজ কুন্দ্রার ল্যাপটপ, ব্যাংক অ্যাকাউন্ট সিজ্ করে তদন্ত চালাচ্ছে পুলিশ।