‘টাইগার ৩’ তে ফের অ্যাকশন-রোমান্স নিয়ে হাজির হবেন সলমন-ক্যাটরিনা জুটি। আগে থেকেই ঠিক ছিল নির্মাতারা একটি রোমান্টিক গান শুট করবেন তুরস্কের নয়নাভিরাম জায়গা ক্যাপাদোসিয়ায়। রাশিয়ার পর ‘টাইগার’ এর দল এখন তুরস্কে শুটিং এ ব্যস্ত। চিত্রনাট্যের প্রয়োজনে টাইগার অর্থাৎ সলমন ও জয়া অর্থাৎ ক্যাটরিনাকে এক দেশ থেকে অন্য দেশে ভিলেনের পিছনে ছুটাছুটি করতে হবে। কিন্তু এই মুহূর্তে ক্যাপাডোসিয়ার মনোরম পরিবেশে চলছে একটি গানর দৃশ্যায়ন। সূত্র মারফত জানা যাচ্ছে প্রযোজক আদিত্য চোপড়া গানটির জন্য খরচে কোন খামতি রাখছেন না। শুধু এই গানটির জন্য খরচ হচ্ছে ৩ কোটি টাকা ।শোনা যাচ্ছে ‘টাইগার ৩’ র এই গানটি ‘সোয়াগ সে করেঙ্গে সবকা স্বগাত’ গানের চেয়েও নাকি বড় আকর্ষণীয় হতে চলেছে। ছবির শেষ অংশে এই গানের সিকোয়েন্সটি দেখা যাবে। পাহাড়ের নিচে এই শহর, স্থানীয় বাসিন্দা,হট এয়ার বেলুন আর মনোরম পরিবেশ এবং আবহাওয়ার জন্য প্রযোজক আদিত্য চোপড়া এবং পরিচালক মণীশ শর্মা এই জায়গাটিকে গানের শুটিং স্পট হিসেবে বেছে নিয়েছেন।একটি বিশাল নাচের দল শুটিংয়ের জন্য পৌঁছেছে সে দেশে।
আরও পড়ুন: এবার তুরস্ক যাচ্ছেন টাইগার-জোয়া
টানা ৫০ দিন ইউরোপের বিভিন্ন দেশে এই ছবির শুটিং চলবে। রাশিয়া,তুরস্কের পর সলমন-ক্যাটরিনার দল চলে যাবে অস্ট্রিয়া,মরক্কোতে শুটিং করতে। বলিউড জুটির এই রোমান্টিক নাম্বারের কোরিওগ্রাফি করবেন বৈভবী মার্চেন্ট এবং সুর করবেন প্রীতম। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী বলিউডের কিং খান শাহরুখের ‘পাঠান’ ছবির গল্প যেখানে শেষ হবে সেখান থেকেই নাকি শুরু হবে ‘টাইগার থ্রি’ ছবির গল্প। শোনা যাচ্ছে সল্লু-ক্যাট তাদের জীবনের সবচেয়ে ব্যয়বহুল রোমান্টিক গানের শ্যুট করবেন এখানেই।