বহু বছর পর ছোট ছবির হাত ধরে ক্যামেরার সামনে ফিরছেন অভিনেত্রী মুনমুন সেন। ছবির নাম ‘সহচরী’। মা-মেয়ের মধুর সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য। যেখানে মায়ের চরিত্রে দেখা যাবে সুচিত্রা সেন তনয়া মুনমুনকে। আর মেয়ের চরিত্রে অভিনয় করবেন সুস্মিতা চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের গানের ওপরেই তৈরি হবে সূত্রধর। ছবিটি পরিচালনা করেছেন প্রিয়দর্শী ব্যানার্জি।বহু বছর পর আবার মুনমুনকে দেখা যাবে পর্দায়।
আরও পড়ুন:‘রক্তবীজ ২’, ক্ল্যাপস্টিক হাতে কৌশানি
এখন এই আধুনিক প্রযুক্তির যুগে সবকিছুই মুঠোফোনে বন্দি। চিঠি লিখে প্রেম প্রায় উড়ে গেছে। চিঠির জন্য প্রেমিক-প্রেমিকারা আর অপেক্ষা করে না! স্মৃতির পাতায় যেন হারিয়ে যাচ্ছে মা-মেয়ের একসঙ্গে কাটানো সেই সময়। রঙিন হয়ে উঠছে রবীন্দ্রনাথের গান।সহচরী মুক্তি পাচ্ছে আগামী ২৭ এপ্রিল।এখন মুনমুন সেন বর্ষিয়ান। কিন্তু একদিন তিনি রূপে গুণে দর্শকদের মাতিয়েছেন রূপোলি পর্দায়। শুধু টলিউড নয় বলিউডেও তিনি কাজ করেছেন।
প্রসঙ্গত, গত মাসে মুনমুনের সপ্তমতম জন্মদিনে কন্যা রাইমা একগুচ্ছ পুরনো ছবি পোস্ট করে লিখেছিলেন,’শুভ জন্মদিন মাম, তোমায় খুব ভালোবাসি। টলিউডের আরো অনেক অভিনেতা বর্ষিয়ান অভিনেত্রীকে সেদিন শুভেচ্ছা জানিয়েছিলেন।
বিনোদন জগতে মায়ের ফিরে আসাকে খুশির খবর বলে জানিয়েছেন অভিনেত্রী মেয়ে রাইমা সেন, আর একবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন