দীর্ঘ দিনের অপেক্ষার অবসান। অবশেষে শুরু হয়ে গেল ‘মানি হায়েস্ট’-র পঞ্চম তথা শেষ পর্বের স্ট্রিমিং। অনেক দিন ধরেই শেষ পর্বের জন্য অপেক্ষা করছিলেন দর্শক। জুন মাসেই জানা গিয়েছিল সেপ্টেম্বরেই মুক্তি পেতে চলেছে ‘মানি হায়েস্ট’ সিজন ফাইভ। ঘোষণা মতোই শুরু হল স্ট্রিমিং।
জনপ্রিয় এই স্প্যানিস থ্রিলার সিরিজের ফাইনাল এপিসোডের দুটো ভল্যুয়ম। প্রথম ভল্যুয়ম মুক্তি পাচ্ছে ৩ সেপ্টেম্বর। দ্বিতীয় ভল্যুয়ম মুক্তি পাবে ডিসেম্বরে। সারা বিশ্বের সঙ্গে সঙ্গে ভারতের দর্শকরাও দেখতে পাবেন ‘মানি হায়েস্ট’।
আরও পড়ুন : ছোটপর্দাতেই খুশি ছিলেন সিদ্ধার্থ
৩ সেপ্টেম্বর ভারতীয় সময় রাত ১২.৩০ থেকে ‘মানি হায়েস্ট’ দেখতে পাবেন ভারতীয় দর্শকরা। পঞ্চম তথা ফাইনাল পর্বের দ্বিতীয় ভলুয়্যম মুক্তি পাবে ডিসেম্বরের ৩ তারিখ। ওই দিনই রাত ১২.৩০থেকে ভারতে দেখা যাবে ‘মানি হায়েস্ট’।
এবারের এপিসোডই ‘মানি হায়েস্ট’-এর ফাইনাল এপিসোড। কাজেই গল্প কোন দিকে মোড় নেয়? বা কী করে কাহিনি শেষ করেন নির্মাতারা? তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক। যদিও সিরিজ শেষ হয়ে যাবে বলেই মন খারাপ অনেকেরই।
আরও পড়ুন : সিদ্ধার্থের মৃত্যু ‘স্বাভাবিক’