ভুবনেশ্বর: আজ, মঙ্গলবার কলিঙ্গ স্টেডিয়ামে (Kalinga Stadium) আইএসএল সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) এবং ওড়িশা এফসি (Odisha FC)। শুধুমাত্র আইএসএলের হেড টু হেড পরিসংখ্যান দেখলে মোহনবাগান ফেভারিট। কারণ ন’বারের সাক্ষাতে ওড়িশা একবারও জেতেনি, বাগান জিতেছে চারবার এবং পাঁচবার ড্র হয়েছে।
কিন্তু ভুললে চলবে না, যুবভারতীতেই জুয়ান ফেরান্দোর দলকে ৫-২ গোলে চূর্ণ করে তাদের এএফসি কাপ স্বপ্ন চুরমার করে দিয়েছিল সার্জিও লোবেরার (Sergio Lobera) ছেলেরা। আন্তনিও হাবাসের (Antonio Habas) ছেলেরা আজ তার বদলা নিতে পারে কি না সেটাই দেখার। ওড়িশার কোচ ম্যাচের আগে বললেন, “ওদের দল ভালো। আমাদেরও ভালো এবং আমরা কলিঙ্গ স্টেডিয়ামে অপরাজিত। ঘরের মাঠে সেই ধারা বজায় রাখতে চাইছি। শেষ চার ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছি।”
আরও পড়ুন: টি২০ বিশ্বকাপে রোহিত-বিরাট ওপেনিং জুটি চাইছেন সৌরভ
চল রে দল বেঁধে চল ময়দান! ?♥️
Time to flood Kalinga and back the boys in green and maroon! ?#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/xGsHa6848Z
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) April 23, 2024
অন্যদিকে সদ্য সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দেওয়া হাবাস শুনিয়ে রেখেছেন, “ওড়িশা ভালো দল, তবে আমরা আরও ভালো।” সবুজ-মেরুন ব্রিগেড নিঃসন্দেহে দুর্দান্ত তবে হাবাসের চিন্তা একটাই, আত্মতুষ্টি। লিগ-শিল্ড জয়ের আনন্দ এদিনের খেলায় যেন প্রভাব না ফেলে তার জন্য সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাগান কোচ। সেমিফাইনাল খেলা হবে দুই পর্বে। আজ ওড়িশার ঘরের মাঠে খেলা এবং ২৮ এপ্রিল যুবভারতী ক্রীড়াঙ্গনে। আজ কলিঙ্গ মাঠে জিতলে ফাইনালের দিকে অনেকটাই এগিয়ে যাবেন শুভাশিস বসুরা (Shubhashis Bose)।
আজ খেলা শুরু সন্ধে ৭.৩০টায়। টিভির পর্দায় দেখতে হলে খুলতে হবে স্পোর্টস ১৮ চ্যানেলে। বাংলা, ইংরেজি, হিন্দি এবং মালয়ালাম ভাষায় ধারাভাষ্য শুনতে পারবেন। এছাড়াও দেখা যাবে VH1 SD/HD, DD Bangla চ্যানেলে। স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপ থাকলে বিনামূল্যে লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন। এর জন্য দরকার শুধুমাত্র ঠিকঠাক ইন্টারনেট পরিষেবা।
দেখুন অন্য খবর: