কলকাতা: মোহনবাগানের (Mohun Bagan SG) এএফসি কাপ (AFC Cup) অভিযান এবারের মতো শেষ। পরের রাউন্ডে যেতে হলে আজ যুবভারতীতে ওড়িশা এফসিকে (Odisha FC) হারাতেই হত। উল্টে ৫-২ গোলে লজ্জার হার হল হুয়ান ফেরান্দোর (Juan Ferando) দলের। ম্যাচের প্রথম গোল করা সত্ত্বেও প্রথমার্ধে ১-৩ পিছিয়ে যায় কলকাতার ক্লাব।
দ্বিতীয়ার্ধে শুরু থেকে চাপ দেয় তারা। আর্মান্দো সাদিকুর জায়গায় নামা কিয়ান নাসিরি ৬৩ মিনিটে ২-৩ করেন। তখন খেলার রাশ ছিল বাগানের হাতে। মনে হচ্ছিল যে কোনও সময় সমতা ফিরবে। সমতা তো দূরে থাক, ম্যাচের একেবারে শেষে কাউন্টার অ্যাটাকে আরও দুই গোল খেয়ে যায় মোহনবাগান।
আরও পড়ুন: মুম্বইয়ে ইন্ডিয়ান্সে যোগ দিয়ে কী বললেন হার্দিক পান্ডিয়া? শুনলে চমকে যাবেন!
যে দলকে তাদের ঘরের মাঠে ৪-০ উড়িয়ে দেওয়া হয়েছিল তাদের বিরুদ্ধে আজ এই অবস্থা কেন? অজুহাতের মতো মনে হলেও সবুজ-মেরুন ব্রিগেডের একের পর চোটই কাল হয়ে দাঁড়াল। আশিক কুরুনিয়ান আর আনোয়ার আলি অনেক আগে থেকেই নেই। তারপর ৪-০ ম্যাচের দুই সেরা পারফর্মার দিমিত্রি পেত্রাতস এবং মনবীর সিং এ ম্যাচে খেলতে পারেননি। গোলের মধ্যে থাকা পেত্রাতসের না থাকা বড় ক্ষতি হয়ে দাঁড়াল।
এখন যা পরিস্থিতি, গ্রুপের শেষ ম্যাচে মাজিয়াকে হারালেও কোনও লাভ নেই। কারণ বসুন্ধরা ইতিমধ্যেই ১০ পয়েন্ট পেয়ে গিয়েছে। শেষ ম্যাচে তারা হারলে আর মোহনবাগান জিতলে দুই দলের পয়েন্ট সমান হবে। কিন্তু হেড টু হেডে পরের রাউন্ডে যাবে ঢাকার দল। আজ ড্র রাখতে পারলে তবু সম্ভাবনা ছিল। এএফসি কাপের নিয়মানুযায়ী প্রতি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন এবং সব গ্রুপ মিলিয়ে দ্বিতীয় স্থানে শেষ করা সেরা দুটো দল কোয়ালিফাই করবে। দ্বিতীয় ক্যাটেগরিতেও সম্ভবত পড়বে না মোহনবাগান।