কলকাতা: যুবভারতীর ৬০ হাজারেরও বেশি দর্শকের শব্দব্রহ্ম হার মেনেছিল মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। সেই ম্যাচে লিগ শিল্ড জিততে হলে মুম্বইকে হারাতেই হত মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG)। আজ আইএসএল সেমিফাইনালের দ্বিতীয় পর্বেও হিসেব আর একটু কঠিন। ওড়িশা এফসিকে (Odisha FC) দুই গোলের ব্যবধানে হারালে তবেই ৯০ মিনিট শেষে ফাইনালে যাবে সবুজ-মেরুন। এক গোলের ব্যবধানে জিতলে খেলা গড়াবে অতিরিক্ত সময় থেকে টাইব্রেকার পর্যন্ত।
আজও যুবভারতীর টিকিট ‘সোল্ড আউট’। শব্দব্রহ্ম নিঃসন্দেহে চাপে ফেলবে ওড়িশার খেলোয়াড়দের। তবে কম চাপে থাকবেন না বাগানের ফুটবলাররাও। ওড়িশা প্রথম লেগে ২-১ জিতেছে। ফলে গোল করার তাগিদ বাগানেরই বেশি, আর তার ফলে কাউন্টার অ্যাটাকে রয় কৃষ্ণদের (Roy Krishna) সামলাতে হবে। আগের দিন যেভাবে হেক্তর ইউস্তে বোকা বানিয়ে গোল করেছিলেন আন্তনিও হাবাসের (Antonio Habas) প্রাক্তন ছাত্র তাতে রক্ষণ নিয়ে চিন্তা রয়েছে।
আরও পড়ুন: ম্যান ইউ লিভারপুলের ড্র, আজ ডার্বি জিততে মরিয়া আর্সেনাল
D-day is here, almost! ?#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/TUda1OnN3e
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) April 27, 2024
কলিঙ্গ স্টেডিয়ামে তিনজন ডিফেন্ডারে খেলিয়েছিলেন হাবাস। আজ সঙ্গে আশিস রাইকে জোড়া হতে পারে। সেক্ষেত্রে সেন্টার ব্যাকে খেলবেন আনোয়ার আলি এবং ইউস্তে, ফুল ব্যাক থাকবেন আশিস এবং শুভাশিস বোস। লাল কার্ড দেখায় আজকে নেই আর্মান্দো সাদিকু ফলে প্রথম থেকে খেলবেন জেসন কামিংস (Jason Cummings)। আক্রমণে তাঁকে সঙ্গ দেবেন দিমিত্রি পেত্রাতস, মনবীর সিং, লিস্টন কোলাসো এবং জনি কাউকো।
প্রথম লেগের আগে আত্মতুষ্টির কথা বলেছিলেন হাবাস। এখনও সেটাই বলছেন। তাঁর দলের সবথেকে বড় লক্ষ্য ছিল লিগ-শিল্ড জয়, তা পূরণ হতেই গা-ছাড়া ভাব দেখিয়েছেন বাগানের খেলোয়াড়রা, বলেছিলেন কোচ। কিন্তু ত্রিমুকুট জিততে গেলে বিন্দুমাত্র গা-ছাড়া ভাব দেখানো যাবে না। সঙ্গে ‘দ্বাদশ ব্যক্তি’ হিসেবে সমর্থকরা তো আছেনই। তাঁদের পাশে নিয়েই আজ মোহনবাগানের ওড়িশা অভিযান।
দেখুন অন্য খবর: