ওয়েব ডেস্ক: কে বলেছে বহিরাগত তিনি? সলমনের আমন্ত্রণে সাড়া দিতেই নাকি তাঁর বাড়িতে আসা? তবে সেকথায় মোটেও আমল দিতে চায়নি মুম্বই পুলিশ। কার্যত বিনা কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে। বিনা অনুমতিতে বলি স্টার (Bollywood) সলমন খানের (Salman Khan) বাড়িতে ঢোকার অভিযোগে ধৃত ইশা ছাবরিয়া, এমনটাই দাবি পুলিশি জেরায়। তাঁর বক্তব্যের সারবত্তা আছে কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরও পড়ুন:
ধৃত ইশা পুলিশের কাছে দাবি করেছেন তিনি পেশায় মডেল। খর এলাকার বাসিন্দা। মাস ছয়েক আগে একটি পার্টিতে সলমনের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হয় তাঁর। ভাইজান তাঁকে আমন্ত্রন জানান। সেই কারণেই মুম্বইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে যান তিনি। দরজায় ধাক্কা দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেন। সেই সময় সলমনের পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর দেখা হয়। যদিও পরিবারের কেউ আমন্ত্রণের কথা স্বীকার করেননি। ভাইজানের তরফ থেকেও মেলেনি কোনও প্রতিক্রিয়া।
এদিকে, বলি অভিনেতার বাড়িতে অনুপ্রবেশের অভিযোগে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত অন্যজনের নাম জিতেন্দ্র কুমার সিং। ২০ মে, ছত্তিশগড়ের বাসিন্দা ওই ব্যক্তি সলমনের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে। নিজেকে ভাইজানের বড় ভক্ত বলে দাবি করেন তিনি।
প্রসঙ্গত, গত বছর থেকে লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছে সলমন খান। হুমকির নেপথ্যে ছিল লরেন্স বিষ্ণোই। যার জেরে ঘুম ছুটেছে ভাইজান ঘনিষ্ঠদের। কড়া নিরাপত্তার বলয়ে মুড়িয়ে চলাফেরা করতে হত বলি অভিনেতাকে। সুপারস্টারের গতিবিধিও বর্তমানে মাপা। সলমনের জীবন এখন ঘোরে বাড়ি থেকে সেট, সেট থেকে বাড়ি করে।
Mumbai | A woman attempting to trespass into Actor Salman Khan’s residence at Galaxy apartments arrested by the Police. The Police are questioning the woman: Mumbai Police
— ANI (@ANI) May 22, 2025
দেখুন আরও খবর: