কলকাতা : এবার পুজোয় নতুন রহস্যের সন্ধানে বড়পর্দায় ফিরছেন মিতিন মাসি(Mitin Mashi)।মুক্তির অপেক্ষায় অরিন্দম শীলের(Arindam Sil) ছবি জঙ্গলে মিতিন মাসি(Jongole Mitin Mashi)।প্রকাশ্যে এল ছবির টিজার(Teaser)।মিতিন মাসির চরিত্রে নজর কাড়বেন কোয়েল মল্লিক(Koel Mallick)।পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন শুভ্রজিৎ দত্ত(Subhrajit Dutta),সামিউল ইসলাম(Samiul Islam) ছাড়াও আরও অনেকেই।প্রয়াত ঔপন্যাসিক সুচিত্রা ভট্টাচার্যের(Suchitra Bhattacharya) মিতিন মাসি সিরিজের সারান্ডায় শয়তান(Saranday Saitan) উপন্যাস নিয়ে রহস্য-রোমাঞ্চ(Suspence Thriller) ছবিটি তৈরি করেছেন পরিচালক অরিন্দম শীল।১৯ অক্টোবর সিনেমাহলে মুক্তি পাবে জঙ্গলে মিতিন মাসি।২০১৯ এর পর ২০২৩।দীর্ঘ চার বছর পর অরিন্দম শীলের হাত ধরে মিতিন মাসির চরিত্রে প্রত্যাবর্তন ঘটতে চলেছে টলি অভিনেত্রী কোয়েল মল্লিকের।২০১৯সালের পুজোয় মুক্তি পেয়েছিল মিতিন মাসি।যে ছবিতে কোয়েল মল্লিকের সঙ্গে অভিনয় করেছিলেন জুন মালিয়া,অনির্বাণ চক্রবর্তী,শুভ্রজিৎ দত্ত ছাড়াও বলিতারকা বিনয় পাঠক।বক্সঅফিসে দারুণ সাফল্য পেয়েছিল মিতিন মাসির প্রথম ছবি।তারপর থেকেই রূপোলি পর্দায় মিতিন মাসিকে দেখার অপেক্ষায় দিন গুণছিল বাঙালি দর্শক।
সুচিত্রা ভট্টাচার্যের মিতিন মাসি সিরিজের সারান্ডায় শয়তান উপন্যাস নিয়ে যে পরিচালক অরিন্দম শীল ছবি তৈরি করছেন এমনটা কিন্তু জানা গিয়েছিল বছর খানেক আগেই।কি ভাবে চোরাশিকারিদের একটা গোটা টিমকে পাকড়াও করেছিলেন মিতিন মাসি সেই বৃত্তান্ত যাঁরা উপন্যাসটা ইতিমধ্যেই পড়ে ফেলেছেন তারা অবশ্যই জানেন।কিন্তু যাঁরা জানেন না বা,কাহিনিটা রূপোলি পর্দায় চাক্ষুস করতে চান তাঁদের জন্যই রয়েছে সূবর্ণ সুযোগ। এবার পুজোয় মুক্তির অপেক্ষায় থাকা একঝাঁক বাংলা ছবির তালিকায় রয়েছে অরিন্দম শীল পরিচালিত ছবি জঙ্গলে মিতিন মাসি।কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার।অবশেষে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নজরে এল জঙ্গলে মিতিন মাসি ছবির ছোট্ট টিজার।যদিও মিতিন মাসির নতুন ছবিও দুর্দান্ত হতে চলেছে তা টিজারেই বুঝিয়ে দিয়েছেন পরিচালক অরিন্দম শীল।কিছুদিনের মধ্যেই আসছে ছবির ট্রেলার।১৯অক্টোবর মুক্তি পাবে জঙ্গলে মিতিন মাসি।