অমিতাভ,ধর্মেন্দ্ররা চুটিয়ে কাজ করলেও ইদানিং বড়পর্দায় সেইভাবে দেখা যায়না মিঠুন চক্রবর্তীকে।ছোটপর্দায় ডান্স রিয়েলিটি শোয়ের মঞ্চেই নিজেকে মানিয়ে নিয়েছেন বলিউডের ডিস্কো ড্যান্সার।তবে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর পরের ছবি দ্য কাশ্মীর ফাইলস্-এ লিড রোলে রয়েছেন সকলের প্রিয় মিঠুনদা।আগামী বছর সাধারনতন্ত্র দিবসে ছবি মুক্তি পাওয়ার কথা।এরই মধ্যে মিঠুনভক্তদের জন্য মিলল দারুণ খবর।এবার নাকি তাঁর কেরিয়ারে শুরু হতে চলেছে এক নতুন পর্ব।ওয়েবে ডেবিউ করতে চলছেন বলি ও টলিপাড়ার এই অন্যতম বর্ষীয়ান অভিনেতা।একটি ওয়েব সিরিজে মিঠুন চক্রবর্তীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে শ্রুতি হাসানকে।অভিনয় করেছেন গওহর খানও।
এর আগে বহুবার ওয়েব সিরিজে কাজ করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।তবে পরিচালক মুকুল অভয়ঙ্করের এই নতুন ওয়েব সিরিজের কনসেপ্ট শুনে মিঠুন গোটা চিত্রনাট্য শুনতে রাজি হয়ে যান।তাঁর চরিত্রটি গুরুত্বপূর্ণ হলেও সিরিজের কেন্দ্রীয় চরিত্রে কিন্ত থাকছেন শ্রুতিই।আগামী বছর সিরিজটির স্ট্রিমিং শুরু হবে বলে খবর।