বহু বছর আগে পরিচালক ঋতুপর্ণ ঘোষের ‘সানগ্লাস’ ছবিতে দেখা গিয়েছিল এই দক্ষিণী তথা বলিউড জনপ্রিয় অভিনেতাকে। এই মুহূর্তে তিনি বেশকিছু দক্ষিণী ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। কয়েকটি হিন্দি ছবির পাশাপাশি তিনি একটি ওয়েব সিরিজে কাজ করতে চলেছেন। তাঁকে ‘দক্ষিণের শাহরুখ খান’ বলে অভিহিত করা হয়। তার ডাকনাম ‘ম্যাডি’ অর্থাৎ আর মাধবন। মাধবন এর নতুন হিন্দি ওয়েব সিরিজে দেখা যাবে কলকাতার জনপ্রিয় সঞ্চালক তথা অভিনেতা মীরকে।এই সুখবর সোশ্যাল মিডিয়ায় মীর নিজেই জানিয়ে লিখেছেন যে মাধবন,সূর্ভীন চাওলার মতো শিল্পীর সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করার সুযোগ পাবেন। একটি সুপরিচিত আন্তর্জাতিক ওয়েব প্লাটফর্মে এই সিরিজটি দেখা যাবে।এই সুখবর সোশ্যাল মিডিয়ায় মীর নিজেই জানিয়ে লিখেছেন যে মাধবন,সূর্ভীন চাওলার মতো শিল্পীর সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করার সুযোগ পাবেন। একটি সুপরিচিত আন্তর্জাতিক ওয়েব প্লাটফর্মে এই সিরিজটি দেখা যাবে।
ওয়েব সিরিজ’ডিকাপলড’
রেডিও, টেলিভিশন এবং বড় পর্দায় কাজ করার পর মীরকে দর্শকরা এই প্রথম ওয়েব প্লাটফর্মে দেখতে পাবে। মীর টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ। মীরের আসন্ন ছবি ‘বিজয়ার পরে’। যেখানে তাঁর স্ত্রীর চরিত্রে দেখা যাবে স্বস্তিকা মুখার্জিকে। সোশ্যাল মিডিয়ায় মাধবনের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন মীর। সঙ্গে মিল লিখেছেন,’… এর আগে কোন প্লাটফর্মে ওয়েবসিরিজ করিনি। এই প্রথম একটি আন্তর্জাতিক ওয়েব সিরিজে কাজ করতে চলেছি যেটি পরিচালনা করবেন বিক্রমাদিত্য মোতয়ানে ও হার্দিক মেহেতা। এই ওয়েব সিরিজটি নাম ‘ডিকাপলড’। এটা আমার কাছে একটা অন্য রকমের অনুভূতি। আগামী ১৭ ডিসেম্বর এটি মুক্তি পাবে। আপনাদের শুভেচ্ছার জন্য অগ্রিম ধন্যবাদ জানালাম’।