পর্দায় এবার লড়াই হবে অপু- সৌমিত্রর। এবারের মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে একাধিক বাংলা ছবি। চলচ্চিত্র নির্মাতাদের কাছে এই উৎসব যথেষ্ট গুরুত্বপূর্ণ। অন্যান্য ভারতীয় ভাষার ছবি ছাড়াও এবার শাবানা আজমি-দিব্যা দত্ত-স্বরা ভাস্কর অভিনীত সিনেমা দেখানো হবে মেলবোর্ন উৎসবে। এবারের বাংলা ছবির অন্যতম আকর্ষণ ‘তাসের ঘর’। সুদীপ্ত রায় পরিচালিত এই ছবিটি মেলবোর্ন উৎসবে নমিনেশন পেয়েছে। ছবিতে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় ও যুধাজিৎ সরকার। লকডাউনে এক একাকী মহিলার আত্মপরিচয় রক্ষার গল্প বলেছে ছবিটি।ওই একই ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর দৌড়ে চলে এসেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে টক্করে রয়েছেন বিদ্যা বালান এবং রাসিকা দুগ্গাল-এর মতো বলিউডের অতি পরিচিত এবং ডাকসাইটে অভিনেত্রীরা। সৃজিত মুখোপাধ্যায় ‘বাইশে শ্রাবণ’ ছবির স্পিনঅফ ‘দ্বিতীয় পুরুষ’ দেখানো হবে এই উৎসবে। এই ছবিতে আছেন পরমব্রত চট্টোপাধ্যায় গৌরব চট্টোপাধ্যায়,ঋদ্ধিমা ঘোষ,রাইমা সেন,ঋতব্রত মুখোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য। ছবিটি কলকাতায় মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল। এছাড়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যাযয়ের লেখা ‘অপরাজিত’ উপন্যাস এর শেষের অংশ নির্ভর ‘অভিযাত্রিক’ ছবিটি নির্বাচিত হয়েছে উৎসবে। এটি পরিচালনা করেছেন শুভ্রজিৎ মিত্র। এই ছবিতে আছেন অর্জুন চক্রবর্তী, আয়ুষ্মান মুখোপাধ্যায়,সব্যসাচী চক্রবর্তী,দিতিপ্রিয়া রায়,অর্পিতা চট্টোপাধ্যায় ও শ্রীলেখা মিত্র। প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় বায়োপিক ‘অভিযান’ জায়গা করে নিয়েছে এবারের উৎসবে। এই ছবিতে ছিলেন স্বয়ং সৌমিত্র চট্টোপাধ্যায়। তরুণ বয়সের সৌমিত্রর চরিত্রে অভিনয় করেছিলেন যিশু সেনগুপ্ত। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবিতে এছাড়াও আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষের মতো অভিনেতারা।
আরও পড়ুন:দিলীপ সাবের বাংলার ভুল ধরিয়ে দিতেন সুচিত্রা
টুইট করে এ কথা জানিয়েছিলেন পরমব্রত নিজেই। লিখেছিলেন, ‘খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনের উপর তৈরি করা ছবি ‘অভিযান’ ইন্ডিয়ান ফিলম ফেস্টিভাল অফ মেলবোর্নে মনোনীত হয়েছে।’ এই ছবির শুটিং চলাকালীন করোনা সংক্রমিত হয়ে মারা গিয়েছিলেন এই জনপ্রিয় অভিনেতা। শুধু পর্দাতেই নয়, মঞ্চেও রীতিমতো দাপিয়ে বেড়িয়েছিলেন তিনি। ছবি আঁকা,কবিতা লেখা এবং আবৃত্তির পাশাপাশি তিনি ছিলেন একজন রাজনীতি সচেতন মানুষ। তার এই সফরকে পর্দায় তুলে ধরা হয়েছে। সৌমিত্র জীবন কাহিনী ‘অভিযান’। এছাড়াও উৎসবে থাকবে অরিজিৎ নন্দীর ‘পলাশ কথা’ এবং একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘ডাস্ক এন্ড মিল’ এটি পরিচালনা করেছেন উজ্জল পাল ও অভিরূপ বসু।
প্রসঙ্গত,এ মাসের ১০ তারিখ থেকে শুরু হয়েছে মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসব। অসম সহ হিন্দি ও বিভিন্ন ভারতীয় ভাষার ছবি প্রদর্শিত হবে এই উৎসবে।২০১৯ সালের মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসবের প্রধান অতিথি হিসেবে ছিলেন সুপারস্টার শাহরুখ খান। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রশাসনের তরফে ২০০৯ সাল থেকে প্রতি বছর আয়োজিত হয়ে আসছে এই চলচ্চিত্র উত্সব। এবার ১০ বছরে পা দিল ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন (আইএফএফএম)।
আরও পড়ুন:চলে গেলেন ‘ঘরে-বাইরে’র বিমলা
এই চলচ্চিত্র উত্সব বর্তমানে দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় ভারতীয় চলচ্চিত্র উত্সবের আকার ধারণ করেছে। এর পাশে রয়েছে ভারত সরকারও। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রশাসনের তরফে ২০০৯ সাল থেকে প্রতি বছর আয়োজিত হয়ে আসছে এই চলচ্চিত্র উত্সব। এবার ১০ বছরে পা দিল ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন (আইএফএফএম)। এই চলচ্চিত্র উত্সব বর্তমানে দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় ভারতীয় চলচ্চিত্র উত্সবের আকার ধারণ করেছে। এর পাশে রয়েছে ভারত সরকারও।