কলকাতা: অভিনেত্রী মেহজাবিন চৌধুরী (Mehazabien Chowdhury) লুক চর্চায় থাকে। বৈশাখের সাজে নজর কেড়েছেন অভিনেত্রী। মেহজাবীনকে নিজের ঘরেই বৈশাখী সাজে দেখা গেল। গত ফেব্রুয়ারিতে প্রেমিক পরিচালক-প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে বিয়ে সারলেন বাংলাদেশের অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। রূপকথার মতো পরিণতি পেয়েছে ১৩ বছরের ভালোবাসার। অভিনয়ের সঙ্গে বিয়ের পর চুটিয়ে সংসার করেছেন অভিনেত্রী। এবার বৈশাখী সাজে অনুরাগীদের মুগ্ধ করেছেন মেহজাবীন।
লাস্যময়ী অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর (Mehazabien Chowdhury’s Summer Look) সাজপোশাক নিয়ে বেশ আগ্রহ তাঁর ফ্যাশনিস্তা ভক্তদের। এথনিক আবার কখনো ওয়েস্টার্ন। সব ক্ষেত্রেই তিনি বেশ সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে জানেন। প্রখর রোদে চোখ ঝলসে গেলেও অভিনেত্রীর স্নিগ্ধ সাজ ভক্তদের মন-চোখকে বেশ আরাম দিয়েছে। একগুচ্ছ নিজের পোস্ট করেছেন মেহজাবীন। ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসার বৈশাখ।’গোলাপফুল শাড়ি এবার বেশ ট্রেন্ডে আছে। সাদা শাড়ির সঙ্গে মেহজাবীন বেছে নিয়েছেন স্লিভলেস লাল ব্লাউজ। ঠোঁটেও টুকটুকে লাল রঙ। গালের দুই পাশে আলত করে ছুঁয়ে যাচ্ছে চুল। বৈশাখের সাদা-লালের চোখ জুড়ানো এই লুকটি আসলে খুব আরাম দিচ্ছে চোখে।
View this post on Instagram
আরও পড়ুন: স্ত্রীকে পাশে নিয়ে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে অরিজিৎ সিং
অন্য খবর দেখুন