সদ্য মুক্তি পাওয়া ‘হাঙ্গামা টু’- এ অনেকেরই ভাল লেগেছে মিজান জাফরিকে। মিজানের রক্তে অভিনয়। অভিনেতা জাভেদ জাফরি তাঁর বাবা, দাদু বলিউডের সুর্মা ভোপালি ওরফে জগদীপ। এহেন বংশের ছেলে মিজানের বলিউডে হাতেখড়ি হয়েছে সঞ্জয়লীলা বনশালির হাত ধরে। বনশালি প্রোডাকশনের সহকারী পরিচালক ছিলেন মিজান। তাঁকে হাতে ধরে কাজ শিখিয়েছেন সঞ্জয়।যদিও অনেকেরই অজানা তবে মিজানের বলি- ডেবিউ অবশ্য হয়েছে অনেক দিন আগেই। এস এল বি-র ‘পদ্মবত’-এ কাজ করেছিলেন মিজান। সেটাই ছিল তাঁর প্রথম বলিউডে কাজ। ছবিতে রণবীর সিং-এর বডি ডবল হিসেবে কাজ করেছিলেন জাভেদ-পুত্র। ‘পদ্মবত’-এর কাজ চলাকালীন পরিচালনার খুঁটিনাটি অনেক কিছু শিখেছিলেন মিজান। সঞ্জয় লীলা মিজানের ওপর ভরসা করতেন, তাই রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, শাহিদ কাপুররা যখন শ্যুটিং-এর আগে রিহার্সাল করতেন সেই সময় মিজান সেখানে হাজির থাকতেন। প্রয়োজনে রণবীরের বডি ডবলের কাজও করতে হতো তাঁকে ।
ছবির প্রয়োজনে আলাউদ্দিন খিলজি তথা রণবীরের মতো পোশাক পরে কাজ করেছেন তিনি। রীতিমতো শক্ত শক্ত ডায়লগ মুখস্থ রাখতে হয়েছিল তাঁকে। সেই সময় ‘পদ্মবত’-এর সেটে প্রায় ৫০০ জুনিয়র শিল্পীর সঙ্গে কাজ করেছেন মিজান। তখন অভিনয় করতে ভয়ই পেতেন তিনি। ঘেমেনেয়ে একাক্কার হয়ে যেতেন! তবে তিনি যখন শ্যুটিং করতেন সেই সময় সি এল বি নিজে হাজির থাকতেন সেটে। মিজানকে প্রয়োজনীয় সব রকম সাহায্য করতেন সঞ্জয়লীলা।
বডি ডবলকে যে পর্দায় বোঝা যায় না তা ভালই জানতেন মিজান, তা সত্ত্বেও তাঁর প্রতি সঞ্জয়লীলার আলাদা যত্ন অভিভূত করেছিল তাঁকে।