ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ‘মারদানি ৩'(Mardani 3) ছবির অফিশিয়াল ট্রেলার। খুব শীঘ্রই শুরু হতে চলেছে তৃতীয় ফ্রাঞ্চাইজির(Third Franchasi) শুটিং। ঠিক তার আগে গতকাল মধ্যরাতে ছবির প্রধান অভিনেত্রী রানি মুখোপাধ্যায়কে(Rani Mukherjee) দেখা গেল একেবারে অন্য অবতারে। অভিনেতা অনিল কাপুরের(Anil Kapoor) বাড়ির সামনে মহা শিবরাত্রিতে(Shibratri) রানিকে পাপারাৎজ্জিদের শিকার হতে হলো। অনিল কাপুর এর স্ত্রী সুনিতা কাপুর বছরে দুবার বলিউড নায়িকাদের নিয়ে নিজের বাসভবনে ধর্ম কর্মের আয়োজন করেন। সেদিন রাতেও মহা শিবরাত্রি উদযাপনের আয়োজন করেছিলেন তিনি। মহা ধুমধাম করে শিবরাত্রি পালন হচ্ছিল অনিল কাপুরের বাড়িতে। আর সেই কারণেই সেখানে শিবভক্ত বেশে ধরা দিয়েছিলেন অভিনেত্রী রানি। যথেষ্ট নজর করেছে রাণীর সেই লুক।
প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার সকালে জানা গেল আগামী জুন মাসে মধ্যানি তিন ছবির শুটিং শুরু হতে চলেছে। তাই ঈশ্বর ভক্ত রানী মুখার্জি ছবির চরিত্র ‘শিবানী শিবাজী’ উপস্থিত হয়েছিলেন শিবরাত্রির অনুষ্ঠানে। এই চরিত্র যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। এবার তৈরি হতে যাচ্ছে তৃতীয় ফ্রাঞ্চাইজি। তৈরি হয়ে গেছে চিত্রনাট্যের চূড়ান্ত খসড়া। এবার এই তৃতীয় ফ্যান চাজ্জি গল্পে কি চমক থাকে সেটাই দেখার জন্য দর্শকরা অপেক্ষা করছে।