করোনার প্রকপ বাড়তেই টলিপাড়ায় দুশ্চিন্তার কালো মেঘ ঘনাচ্ছে। সবেমাত্র বছর শেষে বক্স অফিসে আনন্দ ফিরছিল। বেশ কিছু বাংলা ছবি লাভের দেখতে শুরু করেছিল। তবে এর মধ্যেই আবার ওমিক্রন চোখ রাঙাচ্ছে। এই অবস্থায় দিল্লিতে প্রেক্ষাগৃহ আবার বন্ধ করা হয়েছে, এদিকে বেশ কিছু প্রযোজক সংস্থা তাঁদের ছবি মুক্তির তারিখ ঘোষণা করে দিয়েছেন,তবে যেভাবে প্রতিদিন কোভিড কেস বাড়ছে, বিভিন্ন ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ বাড়তে পারে।
আগামী ৩ জানুয়ারিতে নতুন কী নিয়ন্ত্রণ আসবে এখনও কেউ বুঝতেই পারছেনা, তাই টলিউডের অন্দরের খবর বেশ কয়েকটি প্রযোজক সংস্থা তাঁদের ছবি মুক্তির তারিখ পরিবর্তন করতে পারে।
এখন দেখার সম্প্রতি যে ছবি মুক্তির কথা রয়েছে যেমন, ‘ধর্মযুদ্ধ’, ‘বাবা বেবি ও’, ‘বছর কুড়ি পরে’ প্রভৃতি আদৌ মুক্তি পায় নাকি দর্শকদের আরও অপেক্ষা করতে হয় এই ছবি প্রেক্ষাগৃহে দেখার জন্য।