কাজে ফিরলেন মন্দিরা বেদি। মাস দুয়েক হল না ফেরার দেশে চলে গেছেন মন্দিরার স্বামী রাজ কৌশল। রাজের মৃত্যুর পর সমস্ত পারলৌকিক ক্রিয়াকর্ম একাই সামলেছেন মন্দিরা। এবার জীবনের স্বাভাবিক ছন্দে ফেরার পালা তাঁর।
আরও পড়ুন : একসঙ্গে সলমন- চিরঞ্জীবী
ইনস্টাগ্রামে মেকআপ রুমের ছবি শেয়ার করে মন্দিরা কাজে ফেরার কথা জানিয়েছেন। মিরর সেলফি পোস্ট করে মন্দিরা লিখেছেন, বাকি জীবনের জন্য আজকেই তার জীবনের প্রথম দিন। সেলফিতে ‘বিগিন এগেইন’ স্টিকারও সেঁটেছেন মন্দিরা। বোঝাই যাচ্ছে রাজের মৃত্যুর পর মন্দিরার জীবন অনেকটাই পাল্টে গেছে। প্রিয়বন্ধুকে হারিয়ে মন্দিরা একা তো হয়েই গেছেন, দায়িত্বও বেড়েছে তাঁর। আর তাই এই ব্যস্ততা হয়তো জরুরি ছিল তাঁর নিজের জন্যও।
শাড়িতে প্রতিবারই অপরূপা হয়ে ওঠেন মন্দিরা। শেয়ার করা ছবিতেও সেই শাড়িতেই ম্যাজিক করেছেন সুন্দরী। লাল ব্লাউজ আর সবুজ শাড়িতে প্রায় ন্যুড মেকআপে ধরা দিয়েছেন মন্দিরা, সঙ্গে স্মোকি চোখের আহ্বাণ।
কাজে ফিরে সকলের কাছে কৃতজ্ঞ তিনি। রাজ কৌশলের মৃত্যুর পর যে সমস্ত মানুষ তাঁর পাশে দাঁড়িয়েছেন, তাদের সকলের প্রতিই আলাদা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মন্দিরা।
আরও পড়ুন : ‘হীরামণ্ডি’-তে রাইসুন্দরী
৩০ জুন মাত্র ৪৯ বছরে প্রয়াত হন মন্দিরার স্বামী রাজ কৌশল। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ। রাজের মৃত্যুর পর যাবতীয় দায়িত্ব সামলেছেন মন্দিরা নিজেই। সন্তানদের সর্বক্ষণ আগলে রেখেছেন তিনি। সদ্যই রাজ- মন্দিরার মেয়ে তারার জন্মদিন গেল। মেয়ের জন্মদিনের উদযাপনও বাদ রাখেননি মন্দিরা। সেই ছবির ক্যাপশনে লিখেছিলেন ‘বিগিন এগেইন’।