অভিনেতা মৈনাক বন্দোপাধ্যায়ের সদ্য বিয়ে হয়েছে, তবে ধূলোকণা ধারাবাহিকে। মৈনাককে ধারাবাহিকের বাইরে খুব শীঘ্রই আবার দেখা যাবে সিনেমার পর্দায়। পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের ছবি ‘বাবা বেবি ও’ ‘ তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৈনাক বন্দোপাধ্যায়। ছবিতে তাঁর নাম হয়েছে রাজা।
অভিনেতা যিশু সেনগুপ্তর বন্ধুর চরিত্রে রয়েছেন মৈনাক। মৈনাকের কথায়, এই ছবিতে এই প্রথম তিনি মজার চরিত্রে অভিনয় করছেন। মজার চরিত্র হলেও একটা গভীরতা রয়েছে, অনেকটা সিচুয়েসেনাল কমেডি আছে।”
যিশু সেনগুপ্তর সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন , যিশু সেনগুপ্তর মতো টেকনিক্যাল সাউন্ড অভিনেতা তিনি দেখেননি। এতো বড়ো মাপের অভিনেতা হয়েও ভীষণ মাটির কাছের মানুষ।
মৈনাক আরো জানান , আপাতত ধারাবাহিকের কাজ করলেও সিরিজ ও সিনেমার কাজ করবেন খুব শীঘ্রই।
আপাতত এই নিয়ে কিছু বলতে চাননা। তাঁর আরও একটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে, পরিচালক অভিজ্ঞানের ছবি ‘শেডস অফ লাভ’ এই ছবিতে মৈনাক ছাড়াও রয়েছেন রজতাভ দত্ত , জয় সেনগুপ্ত প্রমুখ।