মুম্বই : গদর ২(Gadar 2)-র গানে ফিরল প্রথম গদর(Gadar)-এর মিউজিক্যাল নস্টালজিয়া(Nostalgia)।মুক্তি পেল ছবির নতুন গান ম্যায় নিকলা গাড্ডি লেকে(Main Nikla Gaddi Leke)।গদর ছবির জনপ্রিয় গানটিই নতুনভাবে পরিবেশন করেছেন সুরকার মিঠুন(Mithoon)।গানটি গেয়েছেন উদিত নারায়ণই(Udit Narayan)।তাঁর সঙ্গে গলা মিলিয়েছেন আদিত্য নারায়ণ(Aditya Narayan) এবং মিঠুন।গদর ২ ছবিতে তারা সিং ও সাকিনার(Tara Singh & Sakeena) চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল(Sunny Deol) এবং আমিশা প্যাটেল(Ameesha Patel)।তাঁদের ছেলের জিতের ভূমিকায় দেখা যাবে উৎকর্ষ শর্মাকে(Utkarsh Sharma)।তিনজনকেই দেখা গিয়েছে ছবির এই নতুন গানে।১১ অগস্ট বড়পর্দায় মুক্তি পাবে অনিল শর্মা(Anil Sharma) পরিচালিত গদর ২।২০০১সালে মুক্তি পেয়েছিল গদর-এক প্রেম কথা।মুক্তি পাওয়ার পরই বক্সঅফিসে রীতিমতো সাড়া ফেলেছিল সানি দেওল,আমিশা প্যাটেল অভিনীত রোম্যান্টিক অ্যাকশন ফিল্ম।ছবির মতো গদর-এর গানও দারুণ জনপ্রিয় হয়েছিল।যার মধ্যে অন্যতম ছিল ম্যায় নিকলা গাড্ডি লেকে।যে জমজমাট গানের সুর দিয়েছিলেন সংগীত পরিচালক উত্তম সিং।গানের কথা লিখেছিলেন আনন্দ বক্সি।তারপর কেটে গিয়েছে দীর্ঘ ২২বছর।অবশেষে স্বাধীনতা দিবসের আগেই ১১অগস্ট মুক্তি পাচ্ছে গদর ছবির সিক্যুয়েল গদর ২।এই নতুন গদর-এও থাকছে ম্যায় নিকলা গাড্ডি লেকে গানটি।তবে একটু অন্য আঙ্গিকে।উদিত নারায়ণের সঙ্গে গানটি গেয়েছেন আদিত্য নারায়ণ এবং সুরকার মিঠুন।
১৯৪৭ সালের স্বাধীনতা উত্তর ভারত ও পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে গদর ছবির গল্প ও চিত্রনাট্য তৈরি করেছিলেন পরিচালক অনিল শর্মা।ছবির সিক্যুয়েলে ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের পটভূমিকাকে তুলে ধরতে চেয়েছেন।তারা সিং ও শাকিনার ছেলে জিতে এখন যুবক।ভারতের গুপ্তচর সংস্থার একজন জাসুসের ভূমিকায় দেখা যাবে অভিনেতা উৎকর্ষ শর্মাকে।কিন্তু পাকিস্তানি সেনার হাতে ধরা পড়ে যান জিতে।গদর ছবিতে পাকিস্তান থেকে স্ত্রী সাকিনাকে ফিরিয়ে আনতে গিয়েছিলেন তারা সিং।তারপর প্রতিবেশী দেশে কি ভাবে তোলপাড় ফেলে দিয়েছিলেন তিনি।তা বোধহয় সিনেপ্রেমীদের বলে দিতে হবে না।গদর ২-তে এবার পালা ছেলে জিতে কে ফিরিয়ে নিয়ে আসার।গদর-এ রীতিমতো টিউবওয়েল তুলে আক্রমণ করেছিলেন সানি পাজি।এবার তাঁর অস্ত্র এক বিরাট হাতুড়ি।তারা সিংয়ের হাতুড়ির ঘায়ে চৌচির পাক সেনা।এমনই সব দৃশ্যের ঝলক মিলেছে গদর ২-র ট্রেলার।এমনকি ট্যাঙ্কার নিয়েও যুদ্ধ করতে দেখা যাবে তারা সিং ও জিতেকে।তবে শোনা যাচ্ছে,ছবির শেষে নাকি রয়েছে ভয়ংকর ট্রাজেডি।ছবির টিজার দেখে দর্শকরা মনে করেছিলেন গদর ২-তে হয়তো মারা যাবেন শাকিনা।কিন্তু সেই জল্পনা ভেঙে দিয়েছেন আমিশা প্যাটেল।তবে কি জিতে কে পাকিস্তানি সেনার হাত থেকে উদ্ধার করে আনতে ব্যর্থ হবেন তারা সিং।উত্তরটা কিন্তু বড়পর্দাতেই মিলবে,আগামী ১১অগস্ট।কারণ,সেইদিনই মুক্তি পাবে গদর ২।একই দিনে সিনেমাহলে আসছে অক্ষয় কুমার,পঙ্কজ ত্রিপাঠি অভিনীত ও মাই গড ২।দুটি সিক্যুয়েল ফিল্ম নিয়েই দর্শকমহলে যে দারুণ উৎসাহ রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।এবার কোন ছবি বক্সঅফিসে বাজিমাত করে সেটাই দেখার।