মুম্বই : স্বতন্ত্র বীর সাভারকর(Swatantra Veer Savarkar) নিয়ে ছবির মুখ্যতারকা তথা পরিচালক রণদীপ হুডার(Randeep Hooda) বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ আনলেন বিশিষ্ট পরিচালক মহেশ মঞ্জরেকর(Mahesh Manjarekar)।গতবছরই স্বাধীনতা সংগ্রামী দামোদর সাভারকরের(Damodar Savarkar) বায়োপিকের শ্যুটিং শুরু হয়।ছবিতে শুধুমাত্র সাভারকরের চরিত্রে অভিনয় করছিলেন রণদীপ হুডা।এবং পরিচালনার দায়িত্বে ছিলেন মহেশ মঞ্জরেকর।যদিও কিছুদিন শ্যুটিং চলার পরই গত সেপ্টেম্বরে স্বতন্ত্র বীর সাভারকর-এর পরিচালনার ভার ছাড়তে বাধ্য হন তিনি।সেই সময় নির্মাতারা জানিয়ে ছিলেন,মহেশের অন্য ছবির কাজ বাকি রয়েছে,সাভারকরের বায়োপিকের জন্য যথেষ্ঠ শ্যুটিংয়ে সময় দিতে পারছেন না।তাই স্বতন্ত্র বীর সাভারকর ত্যাগ করেছেন পরিচালক।বদলে অভিনয়ের পাশাপাশি ছবিটি পরিচালনার দায়িত্ব কাঁধে তুলে নেন রণদীপ হুডা।কয়েকদিন আগেই অভিনেতা-পরিচালকের বিরুদ্ধে মুখ খোলেন দুই প্রযোজক আনন্দ পণ্ডিত(Anand Pandit) ও সন্দীপ সিং(Sandip Singh)।তাঁরা জানান,লিগ্যাল নোটিশ জারি করে স্বতন্ত্র বীর সাভারকর ছবির সৃজনশীল স্বত্ব(Intelectual Property) দাবি করছেন রণদীপ হুডা।এমনকি নির্মাতাদের অনুমতি না নিয়ে ছবির ফুটেজও স্থানান্তরিত করেছেন।
সম্প্রতি পর্দার সাভারকরের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন ছবির প্রাক্তন পরিচালক মহেশ মঞ্জরেকর।পরিচালক জানিয়েছেন,এই বিষয়টা অনেকটা সেই অকৃতজ্ঞ ঊটের গল্পের মতো।এই ক্ষেত্রে তিনি মালিক।এবং,রণদীপ তাঁর সঙ্গে সেই অকৃতজ্ঞ ঊটের মতোই ব্যবহার করেছেন।সাভারকরের বায়োপিক নিয়ে তিনি দীর্ঘ পাঁচ বছর গবেষণা করেছেন।এমনকি ছবিতে সাভরকরের চরিত্রে তিনিই রণদীপের নাম বলেছিলেন নির্মাতাদের কাছে।লুক টেস্টের পর অভিনেতা ছবিতে কাজ করতে রাজিও হয়ে যান। কিন্তু ছবির চিত্রনাট্য নিয়ে বারবার নানা বিষয়ে আপত্তি জানাতেন রণদীপ।মহেশ তাঁকে বোঝানোর চেষ্টা করেছেন।কিন্তু সবসময়ই সব বিষয়ে নাক গলানোর চেষ্টা করতেন তাঁর মুখ্যতারকা।যেটা মহেশ কখনওই পছন্দ করেননি।কারণ,তাঁর মতে একটি ছবির সাফল্য বা ব্যর্থতার দায় পুরোপুরি পরিচালকের।তাই তাঁকে নিজের মতো করে কাজ করতে দেওয়া উচিত।ছবির চিত্রনাট্য লকড্ হয়ে যাওয়ার পরও পরবর্তীকালেও হিটলার,ইংল্যান্ডের রাজা,লোকমান্য তিলক সহ আরও বেশ কিছু বিষয় ছবিতে অন্তর্ভুক্ত করার ইচ্ছেপ্রকাশ করেন।যাঁর সঙ্গে দামোদর সাভারকের গল্পের কোনও প্রাসঙ্গিকতা নেই বলেই মনে করেন মহেশ মঞ্জরেকর।কোনও কোন মহান মানুষের বায়োপিক তৈরি হলে সিনেমায় পুরো ফোকাসটাই সেই কেন্দ্রীয় চরিত্রে থাকা উচিত।কিন্তু সেটাতেই বারবার বাধা সৃষ্টি করতে চাইছিলেন রণদীপ।শেষ পর্যন্ত রণদীপের নিত্যনৈমিত্তিক বায়নাক্কা সহ্য না করতে পেরেই স্বতন্ত্র বীর সাভারকর ছেড়ে দেন মহেশ মঞ্জরেকর।