সম্প্রতি বলিউড এভারগ্রীন অভিনেত্রী মাধুরী দীক্ষিত মুম্বইতে একটি বিলাসবহুল আবাসন ভাড়া নিয়েছেন। যার ভাড়া মাসিক ১২.৫ লক্ষ টাকা। মাধুরী অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন তিন বছরের জন্য। ২৯ তলায় অবস্থিত ৫৫০০ বর্গফুটের এই বিলাসবহুল আবাসনটির প্রতিবছর ৫ শতাংশ করে ভাড়া বাড়বে।
পাঁচটি গাড়ি পার্কিংয়ের ঢাকা জায়গা রয়েছে। ইতিমধ্যে বলিউড নায়িকা এই অ্যাপার্টমেন্টের জন্য তিন কোটি টাকা জমা দিয়েছেন। এবছর ২৬ অক্টোবর এই নতুন অ্যাপার্টমেন্টের চুক্তি সই করেছেন মাধুরী দীক্ষিত।এ নিয়ে অনেকেরই প্রশ্ন হঠাৎ নিজের এত বড় বিলাসবহুল বাড়ি থাকতে নতুন ফ্ল্যাট নিলেন কেন মাধুরী? নতুন কি করতে চান তিনি!
চলচ্চিত্র থেকে এই মুহূর্তে মাধুরী একটু সরে রয়েছেন। বর্তমানে তিনি স্বামী-সন্তান নিয়েই ব্যাস্ত সময় পার করছেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘কলঙ্ক’। যেটি মুক্তি পেয়েছিল ২০১৯ সালের প্রথমদিকে।