দিওয়ালিতে ওটিটিতে মুক্তি পেয়েছে তাপসী পান্নুর স্পোর্টস ড্রামা ফিল্ম ‘রশ্মি রকেট’। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর নতুন ছবি ‘লুপ লপেটা’-ও।এই কমেডি-থ্রিলার ছবিতে তাপসীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেতা তাহির রাজ ভাসিন।ক্লাসিক জার্মান থ্রিলার ফিল্ম ‘রান লোলা রান’-এর অনুপ্রেরণায় এই ছবি তৈরি করেছেন পরিচালক আকাশ ভাটিয়া।অনেক আগেই ছবির শ্যুটিং শেষ করে ফেলেছেন তাপসী-তাহিররা। ছবির পোস্ট প্রোডাকশনও ইতিমধ্যেই শেষ হয়েছে বলে খবর রয়েছে।কিছুদিন আগেই জানা গিয়েছিল নতুন বছরে বড়পর্দায় ছবি মুক্তির পরিকল্পনা করছেন তাপসীর নতুন ছবির প্রযোজকরা।তবে সদ্যই অন্য খবর দিলেন ছবির নায়িকা।
View this post on Instagram
‘রশ্মি রকেট’-এর মতো তাপসীর ‘লুপ লপেটা’-ও ওটিটিতেই মুক্তি পাবে।এদিন ছবির ছোট্ট টিজার নিজের ইনস্টায় শেয়ারও করেছেন তাপসী পান্নু।সদ্যই নতুন করে চোখ রাঙাচ্ছে করোনার নতুন প্রজাতি ওমিক্রন।তাই দর্শক হলমুখী হবে কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে নির্মাতাদের। তাই কোনরকম রিক্স না নিয়ে আন্তর্জাতিক একটি ওটিটি প্ল্যাটফর্মকে ছবি বিক্রি করে দিয়েছেন তাঁরা।খুব শীঘ্রই ছবির স্ট্রিমিং শুরু হবে বলেই খবর।